Paksitan Funny Fielding Fails Video: ফের হাসাল পাকিস্তানের ফিল্ডিং, এক বলে সাত রান দিলেন সরফরাজরা
পাকিস্তানের ফিল্ডিং মাঝেমাঝেই হাসায় বাইশ গজের দুনিয়াকে। পাক ফিল্ডিংয়ে বলা যায়, বাইশ গজের নাটকের 'কমিক রিলিফ'।
পাকিস্তানের ফিল্ডিং মাঝেমাঝেই হাসায় বাইশ গজের দুনিয়াকে। পাক ফিল্ডিংয়ে বলা যায়, বাইশ গজের নাটকের 'কমিক রিলিফ'। সেই পাক ফিল্ডিং ফের হাসিয়ে ছাড়ল। শুক্রবার ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৪দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে খারাপ ফিল্ডিংয়ের একটা বড় নমুনা তুলে ধরলেন সরফরাজ আহমেদরা। অজি ব্য়াটার ম্য়াট রেনশর একটা শট বাউন্ডারি হওয়া থেকে ডাইভ বাঁচান এক পাক ফিল্ডার। তিনি বল ছোড়েন বোলারকে। কিন্তু পাক ফিল্ডার সেই বল আবার উইকেটকিপার সরফরাজ আহেমদকে ছুড়লে, তিনি সেই বল দায়সারা কায়দায় ধরতে গিয়ে মিস করেন।
ওভার থ্রো-তে বাউন্ডারি পায় অজিরা। তার আগে ম্যাট রেন শ ও নাথান ম্যাতশুইনে দৌড়ে তিন রান নেন। ফলে অস্ট্রেলিয়া ও রেনশ-র খাতায় এক বলে যোগ হয় মোট ৭ রান।
দেখুন ভিডিয়ো
পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ৩৯১ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেটে ৩১৮ রান করেছেন। দুরন্ত সেঞ্চুরি করেছেন রান শ। ওপনার ক্যামেরন ব্য়ানক্রফট (৫৩), মার্কস হ্যারিস (৪৯) শুরুটা ভাল করেন। এরপর তিনে নেমে সেঞ্চুরি করলেন রেনশ।
আগামী ১৪ ডিসেম্বর থেকে পারথে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ। পাকিস্তান শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্য়াচ জেতে ১৯৯৯ সালে।