Women's World Cup 2022: ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের সুবিধা করে দিল পাকিস্তান, কাল বাংলাদেশের সামনে মিতালীরা
মহিলা বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের অনেকটা সুবিধা করে দিল পাকিস্তান। সোমবার হ্যামিলটনে মহিলাদের বিশ্বকাপের রাউন্ড রবীন লিগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে মিতালী রাজদের বড় সুবিধা করে দিল পাকিস্তান।
হ্যামিলটন, ২১ মার্চ: মহিলা বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের অনেকটা সুবিধা করে দিল পাকিস্তান। সোমবার হ্যামিলটনে মহিলাদের বিশ্বকাপের রাউন্ড রবীন লিগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে মিতালী রাজদের বড় সুবিধা করে দিল পাকিস্তান। ১৩ বছর পর মহিলাদের বিশ্বকাপে জিতল পাকিস্তান। ক্যারিবিয়ানরা হারায় এখন মিতালীরা তাদের আগামী দুটি ম্যাচে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে। ৬ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৬। আজ জিতলে ক্যারিবিয়নরা আট পয়েন্টে চলে যেত। এখন এটা পরিষ্কার হয়ে গেল। দুটি দেশ (অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা) ছাড়া আর কেউই আট পয়েন্টের গণ্ডি টপকাতে পারবে না। দুটি ম্যাচ বাকি থাকতে মিতালী-ঝুলনদের পয়েন্ট ৪। লিগের শেষ দুটি ম্যাচে জিতলে ভারত আট পয়েন্টে যাবে। আগামিকাল, ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে, আর শেষ ম্যাচে মিতালী রাজদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
হ্যামিলটনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ২০ ওভারের হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের মহিলারা করে মাত্র ৮৯। জবাবে সাত বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পাকিস্তানের নিদা দার। মহিলাদের চলতি বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে এটাই পাকিস্তানের প্রথম জয়। টুর্নামেন্টের আটটা দলই অন্তত একটা ম্যাচে জিতল। ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, এদিন জিতলেও ইতিমধ্যেই বিদায় নেওয়া পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
দেখুন টুইট
পাঁচটা ম্যাচ খেলে দুটোতে জিতে ভারত ৪ পয়েন্টে দাঁড়িয়ে। নেট রানরেটের ভিত্তিতে এখন চার নম্বরে ভারতীয় মহিলা দল। রাউন্ড রবীন লিগে ভারতীয় মহিলা দলের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ (মঙ্গলবার, ২২ মার্চ) ও দক্ষিণ আফ্রিকা (২৭ মার্চ)-র বিরুদ্ধে। আটটি দেশের মধ্যে পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে থাকা দেশ সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়া পাঁচটি খেলে পাঁচটিতেই জিতে সেমিফাইনালে উঠে গিয়েছে। চারটি খেলে চারটিতেই জিতে দক্ষিণ আফ্রিকারও (৪ ম্যাচে ৮ পয়েন্ট) সেমির টিকিট কার্যত নিশ্চিত।
এবার বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ (৬ ম্যাচে ৬ পয়েন্ট), ইংল্যান্ড ( ৫ ম্যাচে ৪ পয়েন্ট), ভারত (৫ ম্যাচে ৪ পয়েন্ট), নিউ জিল্যান্ড (৬ ম্যাচে ৬ পয়েন্ট)। ইংল্যান্ডের সুবিধা হল তাদের শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান।
মহিলা বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবল
১) অস্ট্রেলিয়া ( ৫ ম্যাচে ১০ পয়েন্ট), ২) দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ৩) ওয়েস্ট ইন্ডিজ (৬ ম্যাচে ৬ পয়েন্ট), ৪) ভারত (৫ ম্যাচে ৪ পয়েন্ট), ৫) নিউ জিল্যান্ড (৬ ম্যাচে ৪ পয়েন্ট), ৬) ইংল্যান্ড (৫ ম্যাচে ৪ পয়েন্ট), ৭) বাংলাদেশ (৪ম্যাচে ২ পয়েন্ট),৮) পাকিস্তান (৬ ম্যাচে ২ পয়েন্ট),।
প্রতিটি দল লিগে সাতটি করে ম্যাচ খেলবে। চারটি দল সেমিফাইনালে উঠবে।