ভারতের জামাই হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি, হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করছেন তারকা পাক পেসার
সীমান্ত ওপার-এপারের আরও এক সম্পর্ক সাতপাকে বাঁধা পড়ছে। শোয়েব মালিক (Shoaib Malik) র পর আরও এক পাকিস্তানের ক্রিকেটার ভারতীয় মেয়েকে বিয়ে করতে চলেছেন। পাকিস্তানের তারকা পেসার হাসান আলি (Hasan Ali) বিয়ে করতে চলছেন হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে।
করাচি, ৩০ জুলাই: Hasan Ali All Set to Marry Indian Girl Shamia Arzoo। সীমান্ত ওপার-এপারের আরও এক সম্পর্ক সাতপাকে বাঁধা পড়ছে। শোয়েব মালিক (Shoaib Malik) র পর আরও এক পাকিস্তানের ক্রিকেটার ভারতীয় মেয়েকে বিয়ে করতে চলেছেন। পাকিস্তানের তারকা পেসার হাসান আলি (Hasan Ali) বিয়ে করতে চলছেন হরিয়ানার বিমান ইঞ্জিনিয়ার মেয়ে শামিয়া আরজুকে।
আগামী, ২০ অগাস্ট দুবাইয়ে শামিয়াকে বিয়ে করতে চলেছেন হাসান আলি। ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে বলে হাসান আলি-র শ্বশুর জানান। এর আগে পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার জাহির আব্বাস, মহসিন হাসান খান, শোয়েব মালিক-রা ভারতীয় মেয়েকে বিয়ে করেছেন। আরও পড়ুন-নিখোঁজ 'ক্যাফে কফি ডে'-র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থ
হাসান আলি-র হবু শ্বশুর হলেন স্থানীয় পঞ্চায়েত অফিসার ও বিডিও। পাক তারকা পেসার হাসানের হতে চলা বউ শামিয়া বি.টেক ইঞ্জিনিয়ার। জেট এয়ারওয়েজের চাকরী করতেন শামিয়া। মানব রচনা বিশ্ববিদ্য়ালয়ে B.Tech (Aeronautical) ডিগ্রি করার পর চাকরীটা পেয়েছিলেন শামিয়া। এখন শামিয়া এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন হাসান আলি। তবে টুর্নামেন্টের প্রথম কিছু ম্য়াচে খারাপ পারফরম্যান্সের পর প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি টেস্ট, ৫৩টি ওয়ানডে, ও ৩০টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন হাসান আলি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্য়াম্পিয়ন হওয়ার পিছনে ২৫ বছরের এই পাক পেসারের বড় অবদান ছিল। এর আগে ২০১০ সালের এপ্রিলে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।