Pakistan vs Bangladesh, Asia Cup Super 4: সাকিবদের বিরুদ্ধে পাকিস্তানের একাদশে বড় বদল, জানুন বাবর ব্রিগেডে কারা

কাল, বুধবার থেকে সুপার ফোর রাউন্ডে অভিযান শুরু করছে পাকিস্তান। লাহোরে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।

Pakistan Shaheens for Asian Games 2023 (Photo Credit: MSC/ X)

Asia Cup Cricket 2023 Super 4: কাল, বুধবার থেকে সুপার ফোর রাউন্ডে অভিযান শুরু করছে পাকিস্তান। লাহোরে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপ লিগের দুটি ম্যাচে একই দল খেলানোর পর, সুপার ফোরের শুরুতে প্রথম একাদশে বদল আনলেন পাক অধিনায়ক বাবর আজম। সাকিব আল হাসানদের বিরুদ্ধে চার স্পেশালিস্ট পেসারে খেলবে ওয়ানডে ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা পাকিস্তান।

স্পিনার মহম্মদ নওয়াজের জায়গায় পেসার-অলরাউন্ডার ফাহিম আশরাফকে খেলাচ্ছে পাকিস্তান। শাহিন আফ্রিদি, হ্য়ারিস রউফ, নাসিম শাহের সঙ্গে সাকিবদের সামলাতে হবে আশরাফকে। একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে পাক দলে থাকছেন শাদব খান। আরও পড়ুন- এশিয়া কাপের সুপার ৪ রাউন্ডের ক্রীড়াসূচি

দেখুন টুইট

পাক একাদশ: ইমাম উল হক, ফকহর জামান, বাবর আজম (অধিনায়ক), ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সলমন আলি আঘা, শাদব খান (সহ অধিনায়ক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।।

(বাদ পড়লেন: মহম্মদ নওয়াজ, দলে এলেন: ফাহিম আশরাফ)

(ম্যাচ শুরু দুপুর আড়াইটে থেকে। খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি+হটস্টারে)