Nagpur Test: নাগপুরে দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার, কামিন্সরা অল আউট ৯১ রানে, ইনিংসে জিতে সিরিজে এগিয়ে গেলেন রোহিতরা

দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার। আড়াই দিনে অনায়াসে জিতে নিল টিম ইন্ডিয়া। নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার। নাগপুরে আড়াই দিনেই অনায়াসে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে প্রথম টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। নাগপুরে ইনিংস ও ১৩২ রানের বিরাট মার্জিনে জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এক পা এগিয়ে গেল ভারত। এদিন মাত্র ৩২.৩ ওভারে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ভারতের প্রথম ইনিংস ঠিক ৪০০ রানে শেষ হওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা-দের বলে চোখে সর্ষে ফুল দেখলেন অজিরা। স্টিভ স্মিথ (২৫ অপরাজিত) ছাড়া আর কোনও অজি ব্যাটার দ্বিতীয় ইনিংসে টিকতেই পারলেন না। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না।

দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিলেন ৩৭ রানে ৫ উইকেট। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট। অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯৬ ওভারের মত ব্যাট করল। যেখানে ভারতকে প্রথম ইনিংসে অল আউট করতে অস্ট্রেলিয়ার বোলারদের লেগে গেল ১৩৯.৩ ওভার। সব মিলিয়ে ভারতে প্রথম টেস্টে নেমেই একেবারে ল্যাজেগোবরে হাল প্যাট কামিন্সদের। একমাত্র টড মারফির সাত উইকেটের দুরন্ত স্পেল ছাড়া কামিন্সদের কাছে নাগপুর টেস্টে পুরোটাই অভিশাপের।

দেখুন টুইট

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ পাঁচটা উইকেট পড়ল মাত্র ২৭ রানের মধ্যে। যেখানে ভারত তাদের শেষ পাঁচ উইকেটে যোগ করেছিল ২৩২ রান।

শুক্রবার থেকে দিল্লিতে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে কামিন্সরা এখন দু:স্বপ্নে দেখতে পারেন অশ্বিন-জাড্ডুর ঘূর্ণি, রোহিতের ব্যাটিং, আর ভারতের টেলেন্ডারদের ব্যাট হাতে লড়াই।

নাগপুর বুঝিয়ে দিল এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে অজিদের জন্য আরও কত দুর্দিন অপেক্ষা করছে। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে টেস্ট।