Yuvraj Singh: রোহিতদের বিশ্বকাপ দলে খুশি হলেও একজনের জন্য মন খুঁত খুঁত করছে যুবরাজের

২০১১ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবচেয়ে বড় পিছনে ছিল যুবরাজ সিংয়ের। সেই যুবরাজ এবার বিশ্বকাপে ভারতের স্কোয়াড নিয়ে খুশি।

যুবরাজ সিং (Photo credit: PTI)

২০১১ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবচেয়ে বড় পিছনে ছিল যুবরাজ সিংয়ের। সেই যুবরাজ এবার বিশ্বকাপে ভারতের স্কোয়াড নিয়ে খুশি। রবিচন্দ্রন অশ্বিনের শেষ মুহূর্তে স্কোয়াডে ঢুকে পড়া নিয়েও সন্তোষপ্রকাশ করেন যুবি। কিন্তু ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া যুবরাজ চেয়েছিলেন আসন্ন বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে যুজবেন্দ্র চাহালকে। লেগ স্পিনার হিসেবে চাহাল দেশের মাটিতে হতে চলা বিশ্বকাপে বিপজ্জনক হয়ে উঠতে পারতেন বলে যুবি মনে করেন।

যুবরাজ বললেন, " সত্যি বলতে চাহাল বিশ্বকাপ দলে নেই দেখে অবাকই হয়েছিলাম। লেগ স্পিনার হিসেবে চাহাল সেরা পছন্দ, কারণ ও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আমার মনে হয়েছে ওয়াশিংটন সুন্দরও স্কোয়াডে থাকত পারত। ওর বয়স কম, ব্য়াটের হাতটা ভাল, ম্যাচ উইনার। তবে দিনের শেষে অধিনায়ক আর কোচের পরিকল্পনাই শেষ কথা।"আরও পড়ুন-

রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্রিকেট ডিরেক্টর হিসেবে ইংল্যান্ড বোর্ডের মো বোবাটকে নিয়োগ

দেখুন ভিডিয়ো

তবে চাহাল ছাড়া বাকি ভারতীয় দলটা বেশ ভাল হয়েছে বলে যুবি জানালেন। ভারতের বিশ্বকাপ দলে ভারসাম্য একদম সঠিক আছে। অনেক একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখা ক্রিকেটার আছে বলে সন্তোষপ্রকাশ করেন যুবরাজ। আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও রাখলেন যুবি।