Novak Djokovic: টিকা বিতর্ক ভুলে ডনের দেশে জকোভিচের ৯২তম খেতাব

টিকা বিতর্ক ভুলে অস্ট্রেলিয়ায় খেতাব জিতলেন নোভাক জকোভিচ। গত বছর করোনা টিকা না নেওয়া বিতর্ক খেলতে দেওয়া হয়নি জকোভিচকে।

Novak Djokovic (Photo Credits: Twitter@AustralianOpen)

টিকা বিতর্ক ভুলে অস্ট্রেলিয়ায় খেতাব জিতলেন নোভাক জকোভিচ। গত বছর করোনা টিকা না নেওয়া বিতর্ক খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। এবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অ্যাডিলডে খেতাব জিতে বড় বার্তা পাঠালেন সার্বিয়ান মহাতারকা। ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে খেতাব জিতে চমকে দিলেন জকোভিচ। রবিবার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোর্দাকে টানাটান ম্যাচে ৬-৭,৭-৬,৬-৪ হারিয়ে তাঁর পেশাদার কেরিয়ারে ৯২তম খেতাব জিতলেন জকোভিচ। অ্যাডিলেডে খেতাব জয়ের পথে সেমিফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদকে হারিয়েছিলেন জোকার।

আসন্ন অজি ওপেনে জোকারই যে ফেভারিট তা পরিষ্কার। জকোভিচ নামবেন তাঁর দশম অজি ওপেন খেতাব জয়ের লক্ষ্যে।

দেখুন টুইট

জকোভিচ শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন ২০১৮ সালে চতুর্থ রাউন্ডে হিউয়েন চাংয়ের বিরুদ্ধে। এরপর ২০১৯,২০২০ ও ২০২১-পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন। টিকা বিতর্কের কারণে ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি জকোভিচকে।