US Open 2021: আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ

ইউএস ওপেনের (US Open 2021) পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে (Alexander Zverev) ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ সেটা হারিয়ে দেন।

Novak Djokovic (Photo: Twitter)

ইউএস ওপেনের (US Open 2021) পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে (Alexander Zverev) ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ সেটা হারিয়ে দেন।

শুরুতেই প্রথম সেট হেরে যান জকোভিচ। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারেন তিনি। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াইয়ে ফিরে আসেন। দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে জেতার পর তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জেতেন জোকার। তবে চতুর্থ সেটে ৬-৪ ব্যবধানে জিতে জেকারকে চাপে ফেলে দেন জেভেরেভ। আরও পড়ুন: US Open 2021: ইউএস ওপেনের সেমিফাইনালে নোকাক জকোভিচ ও আলেকজান্ডার জেভেরেভ-র মধ্যে ৫৩ শটের লড়াই, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: 

পঞ্চম সেটে অবশ্য ফাইনালের টিকিট পাকা করে নেন সার্বিয়ান তারকা। শেষ সেটে জেভেরেভকে ৬-২ গেমে হারিয়ে দেন। ফাইনালে ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ।