Nitin Menon: অ্যাসেজে আম্পয়ার ভারতের নীতীন মেনন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেট নিয়ে শুধুই হতাশার খবর। বারবার আইসিসি টুর্নামেন্টের নক আউটে হেরে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় ভাঙছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।

Nitin Menon

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেট নিয়ে শুধুই হতাশার খবর। বারবার আইসিসি টুর্নামেন্টের নক আউটে হেরে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় ভাঙছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। তবে ক্রিকেটে হতাশার মাঝে ভাল খবর। ভারত আম্পয়ার নীতীন মেননকে আসন্ন অ্য়াসেজ সিরিজে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। ক্রিকেটের ঐতিহ্যের অ্যাসেজ সিরিজে দীর্ঘদিন বাদে কোনও ভারতীয় আম্পয়রাকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে।

আগামী ৬ জুলাই অ্যাসেজের তৃতীয় টেস্ট লিডসের হেডিংলি-তে প্যাট কামিন্স বনাম বেন স্টোকসদের ম্যাচে আম্পয়ারিং করবেন আইসিসি-র এলিট প্যানেলে থাকা নীতীন মেনন। ২০১৭ সালের মার্চ প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পয়ারের দায়িত্ব সামলে ছিলেন ৩৯ বছরের ইন্দোরের নীতীন। দু বছর পর টেস্টে ম্যাচ পরিচালনা করেন তিনি।

এরপর ২০২০ সালে আইসিসি-র এলিট প্যানেলে জায়গা করে নেন নীতীন। এলবি থেকে শুরু করে কঠিন ক্যাচের সিদ্ধান্ত-নীতীন মেনন মানেই সঠিক সিদ্ধান্ত।