Netherlands Upset: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটনের পর ফের চমক ডাচদের, ৬ উইকেটে ৯১ থেকে ২৬২ রান এডওয়ার্ডসদের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন ঘটানোর পর ফের চমকে দিল নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন ঘটানোর পর ফের চমকে দিল নেদারল্যান্ডস। শনিবার লখনৌয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল।

শ্রীলঙ্কার দুই পেসার দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথা তখন আগুন ঝরাচ্ছিলেন। মনে হচ্ছিল, ডাচরা ১২৫-র মধ্যেই গুটিয়ে যাবেন। কিন্তু সেখান থেকে সপ্তম উইকেটে রেকর্ড ১৩৫ রানের পার্টনারশিপ করলেন দুই ডাচ ব্যাটার সাইব্র্যান্ড ইংঙ্গেলব্রেচট ও বোগান ভান উইক। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এটাই সপ্তম উইকেটে সবচেয়ে বেশী রানের পার্টনারশিপ।

সাইব্র্যান্ড ৭০ ও লোগান ৫৯ রান করেন। ৯১ রানে ৬ উইকেট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত করল ২৬২ রান। ২২ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়েছিলেন ডাচরা। সেখান থেকে তারা অল আউট হল ৪৯.৪ ওভারে। শ্রীলঙ্কার দুই পেসার মাদুশঙ্কা ৪৯ রানে ৪টি ও রাজিতা ৫০ রানে ৪ উইকেট নেন।



@endif