Neeraj Chopra Javelin Final, Asian Games Live Streaming: সোনার লড়াইয়ে 'সোনার ছেলে' নীরজ, জ্যাভ্লিন ফাইনাল সরাসরি দেখবেন যেখানে
২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে
আজ এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে ভারতের নীরজ চোপড়া প্রতিভা দেখাবেন। ২৫ বছর বয়সী নীরজ চোপড়া বর্তমান বিশ্ব, অলিম্পিক ও এশিয়ান গেমস চ্যাম্পিয়ন এবং হাংঝুতে নিজের মহাদেশীয় শিরোপা রক্ষার জন্য মাঠে নামবেন। ২০২৩ এশিয়ান গেমস হবে নীরজ চোপড়ার বছরের শেষ প্রতিযোগিতা। ৮৯.৯৪ মিটারের জাতীয় রেকর্ডধারী এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের নজর থাকবে সোনা দিয়ে বছর শেষ করার দিকে। চলতি বছরের শুরুতে বুদাপেস্টে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন চোপড়া। তবে গত মাসে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচের কাছে ডায়মন্ড লিগের শিরোপা হারান তিনি। কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন এবং বুদাপেস্ট ২০২৩-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যজয়ী পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem) হাংঝুতে নীরজ চোপড়ার খেতাব রক্ষার জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারতেন কিন্তু চোটের কারণে তিনি ছিটকে গেছেন। তবে জ্যাভলিন থ্রো ফাইনালে ৯১.৩৬ মিটারের এশিয়ান রেকর্ডধারী চাইনিজ তাইপের চাও-সুন চেং (Chao-Tsun Cheng)-এর নামও রয়েছে তালিকায়। India vs South Korea, Hockey Semifinal, Asian Games Live Streaming: ফাইনালে জায়গা করতে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ভারত, সরাসরি দেখবেন যেখানে
কখন থেকে শুরু হবে ২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল?
২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে।
জেনে নিন টিভিতে ২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল
সরাসরি টিভিতে ২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৩ এশিয়ান গেমসে নীরজ চোপড়ার পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনাল
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।