Mohammed Shami - Hasin Jahan Divorce: বিচ্ছেদ বাবদ হসিনকে মোটা অঙ্কের খোরপোষ দিতে হবে মহম্মদ শামিকে, নির্দেশ আদালতের
২০১৮ সালে শামির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন হাসিন জাহান। প্রসঙ্গত এর আগে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, মহম্মদ শামিকে ৮০ হাজার করে খোরপোষের টাকা দিতে হবে হাসিন জাহানকে। এরপর ফের আদালতের তরফে হাসিনকে ৫০ হাজার করে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
কলকাতা, ২৩ জানুয়ারি: হাসিন জাহানকে প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা করে খোরপোষ দিতে হবে মহম্মদ শামিকে (Mohammed Shami)। প্রত্যেক মাসে হাসিন জাহানকে (Hasin Jahan) ৫০ হাজার টাকা করে মহম্মদ শামিকে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় আলিপুর জেলা আদালত। ফলে হাসিন জাহানের দায়ের করা গার্হস্থ্য হিংসার মামলার জেরে এবার বড়সড় ধাক্কা খেলেন ক্রিকেটার মহম্মদ শামি।
প্রসঙ্গত ২০১৮ সালে শামির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন হাসিন জাহান। প্রসঙ্গত এর আগে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, মহম্মদ শামিকে ৮০ হাজার করে খোরপোষের টাকা দিতে হবে হাসিন জাহানকে। এরপর ফের আদালতের তরফে হাসিনকে ৫০ হাজার করে দেওয়ার নির্দেশ দেয় আদালত। ফলে এবার থেকে হাসিন জাহানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে মহম্মদ শামিকে দিতে হবে বলে খবর।