Virat Kohli: বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য করলেন মহম্মদ আজহারউদ্দিন
বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে সম্ভাব্য ঝামেলা নিয়ে গুঞ্জন উঠছে ভারতীয় ক্রিকেটমহলে। এবার প্রোটিয়া সফরে কোহলির বিশ্রাম নিতে চাওয়ার খবর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে সন্দেহ নেই।
মুম্বই, ১৪ ডিসেম্বর: বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে সম্ভাব্য ঝামেলা নিয়ে গুঞ্জন উঠছে ভারতীয় ক্রিকেটমহলে। এবার প্রোটিয়া সফরে কোহলির বিশ্রাম নিতে চাওয়ার খবর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে সন্দেহ নেই। আর ঠিক এই বিষয়েই এবার মুখ খুললেলন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। আজহার টুইট করেন, ‘বিরাট কোহলি জানিয়েছে, ওকে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না এবং রোহিত শর্মা টেস্ট সিরিজে নেই। বিশ্রাম নিতে চাওয়া খারাপ বিষয় নয়। তবে সময়টা আরও একটু যথাযথ হওয়া উচিত। এতে সম্পর্কের ফাটলের গুজবটাই সত্যি মনে হবে।’
দেখুন টুইট
তবে নেতৃত্বের হাতবদলের পর বিরাট কোহলি ও রোহিত শর্মা একে অপরের অধীনে মাঠে নামেননি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে বিরাট বিশ্রামে থাকায় রোহিতের অধিনায়কত্বে খেলা হয়নি। আবার রোহিত টেস্টে বিশ্রামে থাকায় বিরাটের নেতৃত্বে খেলা হয়নি রোহিতের। তবে দক্ষিণ আফ্রিকা সফরে সেই সম্ভাবনা প্রবল ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেটাও সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিরাট কোহলি, রিপোর্টে প্রকাশ
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। এবার শোনা যাচ্ছে যে, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন বিরাট। তাই নতুন ওয়ান ডে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে প্রোটিয়া সফরে মাঠে নামবেন না কোহলি।