Moeen Ali Confirms Retirement From Test Cricket: টেস্ট ক্রিকেটকে ফের বিদায় জানালেন মঈন আলি, বললেন এবার স্টোকস মেসেজ করলে ডিলিট করব (দেখুন ভিডিও)

জাতীয় দলের স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার লিচ চোটে পড়ায় অ্যাশেজের আগে মঈনকে সংক্ষিপ্ত বার্তা পাঠান স্টোকস। যাতে লেখা ছিল 'অ্যাশেজ?' প্রথমে মজা ভাবলেও পরে তা বাস্তবে রূপ নেয়।

Moeen Ali confirms his Retirement Photo Credit: Twitter@SkyCricket

টেস্ট থেকে আগেই অবসর নিয়েছিলেন মঈন আলি। তবে অ্যাসেজ শুরুর আগে জ্যাক লিচ চোটে পাওয়ায় তাকে অনুরোধ করে দলে ফেরান বেন স্টোকস। তবে অ্যাশেজ শেষ করে মঈন আলি জানিয়ে দিলেন, সাদা পোশাকে আর কোনভাবেই ফিরবেন না। সোমবার ওভালে ইংল্যান্ডে ৪৯ রানের জয়ে সব আলো কেড়ে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলা ইতিহাসের অন্যতম সেরা পেসারের বিদায় মঞ্চে কিছুটা আড়ালে পড়ে যান মঈন। সাংবাদিকদের জানিয়ে দেন ৬৮তম এই টেস্টই তার শেষ। থামছেন ৩ হাজার ৯৪ রান আর ২০৪ উইকেট নিয়ে। তবে সীমিত ওভারের খেলায় আরও দেখা যাবে তাকে।

জাতীয় দলের স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার লিচ চোটে পড়ায় অ্যাশেজের আগে মঈনকে সংক্ষিপ্ত বার্তা পাঠান স্টোকস। যাতে লেখা ছিল 'অ্যাশেজ?' প্রথমে মজা ভাবলেও পরে তা বাস্তবে রূপ নেয়। ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ছেড়ে দিয়ে আবার নাটকীয়ভাবে ফিরেন এই অলরাউন্ডার। দলের জয়ে রাখেন অবদান।

তবে পঞ্চম টেস্টের পর তারকা এই  অলরাউন্ডার রসিকতা করে বলে দিয়েছেন যে, ফের যদি স্টোকসের কাছ থেকে ইংল্যান্ড দলে ফেরার জন্য আরও কোনও বার্তা তিনি পান, তবে সেটা ডিলিট করে দেবেন। অর্থাৎ তিনি যে আর অবসর ভেঙে টেস্ট খেলবেন না, সেটাই সাফ জানিয়ে দিয়েছেন মঈন আলি। দেখে নিন কি বললেন তিনি-



@endif