Mickey Arthur: রোহিতদের কাছে ধরাশায়ী হয়ে মোদী স্টেডিয়ামকে নিয়ে 'অভিযোগ' পাক কোচ মিকি আর্থারের

আমেদাবাদে ভারতের কাছে লজ্জাজনক হারের পর দলের বিদেশী কোচকে সাংবাদিক সম্মেলনে পাঠাল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

IND vs PAK, Pre-Musical Ceremony; CWC 2023 (Photo Credits: X)

আমেদাবাদে ভারতের কাছে লজ্জাজনক হারের পর দলের বিদেশী কোচকে সাংবাদিক সম্মেলনে পাঠাল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সাংবাদিক সম্মেলনে এসে পাক কোচ মিকি আর্থার বললেন, " আমরা খারাপ খেলেছি। খারাপভাবে হেরেছি। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের ক্ষমতা আছে ঘুরে দাঁড়ানোর। ফাইনালে এখানেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক সেটাই চাইছি।"

আমেদাবাদে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা নিয়ে পাক কোচ বললেন, " দারুণ পরিবেশ। তবে মনে হল না এটা আইসিসি ইভেন্ট। মনে হল এটা বিসিসিআইয়ের কোনও টুর্নামেন্ট। ভারতের গান বাজাল ঠিক আছে। তবে আমাদের 'দিল দিল পাকিস্তান'মাইকে বাজতে শুনলাম না। ফ্যানরা যাই করুক ঠিক আছে। কিন্তু আইসিসি-র ইভেন্টে সব দলের গানই বাজানো উচিত। তবে এটা আমাদের হারের কোনও অজুহাত নয়। খারাপ খেলেছি, তাই হেরেছি আমরা।"আরও পড়ুন-ভারত-পাক ম্যাচ চলাকালীন দেশজুড়ে জোমাটোয় অর্ডার ৩৫০৯টি কন্ডোম, অন্য খেলার পরিসংখ্যান ফাঁস

দেখুন এক্স

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে অন্যতম সবচেয়ে সহজ জয়টা এদিন আমেদাবাদে পেল টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে হওয়া মহাদ্বৈরথে পাকিস্তানকে হেলায় ৭ উইকেটে হারিয়ে দিলেন রোহিত শর্মা-রা। পাকিস্তানকে ৪২ ওভারের মধ্যে ১৯১ রানে অল আউট করে, ১১৭ বল বাকি থাকতে সেই রান তুলে জিতল ভারত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন বিভাগেই পাকিস্তানকে ধরাশায়ী করল ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর পাকিস্তান-টানা তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালের দিকে এগোচ্ছেন রোহিত শর্মারা।