Copa America 2019: মেসির পেনাল্টি গোলে হার বাঁচিয়েও বিদায়ের মুখে আর্জেন্টিনা, এখনও কীভাবে মেসিরা যেতে পারেন শেষ আটে

কোপা আমেরিকায় ফের হোঁচট খেল আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে প্রথম ম্য়াচে জোড়া গোলে হারের পর এবার প্যারাগুয়ের বিরুদ্ধে আটকে গেলেন লিওনেল মেসিরা।

পেনাল্টি থেকে গোল করলেন মেসি। (Photo Credits: IANS)

বেলো হোরিজান্তে, ২০ জুন: কোপা আমেরিকা (Copa America 2019)-য় ফের হোঁচট খেল আর্জেন্টিনা (Argentina)। কলম্বিয়ার কাছে প্রথম ম্য়াচে জোড়া গোলে হারের পর এবার প্যারাগুয়ের বিরুদ্ধে আটকে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)-রা। আটকে যাওয়ার থেকে বলা ভাল কোনওরকমে হার বাঁচাল আর্জেন্টিনা। মেসি-র পেনাল্টি গোলে কোনওরকমে এক পয়েন্ট পেয়ে গ্রুপে এখন সবার শেষে আর্জেন্টিনা। দু ম্যাচ খেলে এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা গোলপার্থক্যে কাতারেরও পিছনে।

অন্যদিকে, মেসিদের গ্রুপের অন্য ম্যাচে কাতারকে এদিন ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে উঠল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল হজম করার অভিশপ্ত বেল হোরিজান্তের মাঠে এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের ৩৭ মিনিটে সাঞ্চচেজের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান মেসি। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনার হার বাঁচালেন গোলকিপার আরমানি-ও।

গোল শোধের পর আর্জেন্টিনা তিন পয়েন্টের জন্য ঝাঁপালেও, তাদের খেলায় কোনও পরিকল্পনা চোখে পড়ল না। বেশ কয়েক বছর ধরে চলা আর্জেন্টিনা ফুটবেলর হতশ্রী চেহারাটা আজও ধরা পড়ল। আরও পড়ুন-Brazil ফুটবলে দুই চিত্র: Copa America 2019-এ দুটো গোল বাতিলের ধাক্কায় ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র, Women's World Cup-এ মার্তার রেকর্ডে নক আউটে

কোপায় মেসিদের ভাগ্য এখন কলম্বিয়া-প্যারাগুয়ে ম্যাচের ওপর। শেষ ম্যাচে কলম্বিয়া খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে, অন্যদিকে আর্জেন্চিনা খেলবে কাতারের বিরুদ্ধে। কাতারকে হারালেও বিদায় নিতে হতে পারে আর্জেন্টিনাকে। যদি কলম্বিয়াকে প্যারাগুয়ে হারাতে না পারে, আর শেষ ম্যাচে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে হারিয়ে দেন মেসিরা, তাহলেই নক আউটে উঠবে আর্জেন্টিনা। আর প্যারাগুয়ে শেষ ম্যাচে জিতে গেলেই মহাবিপদে পড়বেন মেসিরা। কোপার নিয়ম অনুযায়ী তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি নক আউটে উঠবে। আর শেষ আটের বাকি দুটি দল হবে ওই তিনটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা পয়েন্টের ভিত্তিত দুটি সেরা দল। তার মানে প্যারাগুয়ে জিতলেও শেষ ম্যাচে মেসিরাও তিন পয়েন্ট পেলে তৃতীয় হয়ে নক আউটে ওঠার সুযোগ থাকছে আর্জেন্টিনার। কিন্তু সেক্ষেত্রে অনেক যদি-কিন্তু থাকবে। সাফ কথা হল, প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র করে মেসিরা নিজেদের খাদের কিনারায় রাখলেন।