Ban vs Eng 2nd T20I: মীরপুরে মিরাজ ম্যাজিক, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড অল আউট ১১৭ রানে
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অনবদ্য বোলিং করলেন বাংলাদেশের স্পিনার মেহদি হাসান মিরাজ।
ঢাকা, ১২ মার্চ: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অনবদ্য বোলিং করলেন বাংলাদেশের স্পিনার মেহিদি হাসান মিরাজ। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। খুলনার ২৫ বছরের অফ স্পিনার আউট করেন মইন আলি, স্য়াম কুরান, ক্রিস ওকস ও ক্রিস জর্ডনকে। মীরপুরে মিরাজ ম্যাজিকে অসহায় আত্মসমপর্ণ জোস বাটলারদের। প্রথমে ব্যাট করে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ফিল সল্ট (২৫), বেন ডাকেট (২৮) কিছুটা লড়ার চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ। বাটলার আউট হন ৪ রানে।
২০ ওভারের খেলায় বাংলাদেশের আটজন ক্রিকেটার বল করলেন। মিরাজের চারের পাশাপাশি সাকিব, মুস্তাফিজুর, তাসকিন, হাসান আমেদ একটি করে উইকেট পান। আরও পড়ুন- অবশেষে বিরাটের শতরান, কোহলি-অক্ষরের ব্যাটিংয়ে ভারত পিছিয়ে ৮ রানে
এই টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। ফলে মীরপুরে বাটলাররা এদিন হারলেই সাকিবরা সিরিজ জিতবেন।