Sharapova Blessed With Baby Boy: পুত্র সন্তানের জন্ম দিলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা, নবজাতকের নাম জানেন?

মা হলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম থিওডোর (Theodore)। সন্তানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মা হওয়ার খবর দিয়েছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস খেলোয়াড়। সেই ছবিতে রয়েছেন বাগদত্তা আলেকজান্ডার গিলকেসও (Alexander Gilkes)।

Maria Sharapova Blessed With Baby Boy (Photo: Instagram)

মা হলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম থিওডোর (Theodore)। সন্তানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মা হওয়ার খবর দিয়েছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস খেলোয়াড়। সেই ছবিতে রয়েছেন বাগদত্তা আলেকজান্ডার গিলকেসও (Alexander Gilkes)।

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছিলেন শারাপোভা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেন। এর আগে ২ বছর ধরে ডেট করছিলে শারাপোভা ও গিলকেস।

 

View this post on Instagram

 

A post shared by Maria Sharapova (@mariasharapova)

এপ্রিলে ছিল শারাপোভার ৩৫তম জন্মদিন। ওইদিনই আগত সন্তানের বিষয়ে জানিয়েছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।