IPL Auction 2025 Live

Manu Bhaker: নজির গড়ে ফাইনালে মানু ভাকের, মহিলাদের শ্যুটিংয়ে প্রথমবার অলিম্পিক পদকের আশায় গোটা দেশ

দীর্ঘ ২০ বছর পর কোনও ভারতীয় মহিলা শ্যুটার ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন ভারতের বিশ্বজয়ী শ্য়ুটার মানু ভাখের (Manu Bhaker)।

Manu Bhaker. (Photo Credits: X)

প্যারিস অলিম্পিকের প্রথম দিনে শ্যুটিং রেঞ্জ থেকে সুখবর। মানুই এবার শ্যুটিংয়ে পদক জয়ের ব্যাপারে ভারতের সেরা বাজি। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠলেন ২২ বছরের হরিয়ানায় ঝাজ্জার জেলার মেয়ে। এর আগে অলিম্পিকে কোনও ভারতীয় মহিলা শ্যুটার পদক পাননি। ৯ বার বিশ্বকাপ জেতা, কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মানুর কাছে এবার অধরা মাধুরী অলিম্পিকে পদক জয়ের হাতছানি। কাল, রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় ফাইনালে নামবেন মানু।

২০০৪ এথেন্স অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছিলেন ভারতের সুমা শিরুর। তবে তিনি ফাইনালে সবার শেষে আট নম্বরে শেষ করেছিলেন। এরপর থেকে গত চারটি অলিম্পিকে ভারতের কোনও মহিলা শ্য়ুটার ফাইনালে যোগ্যতাঅর্জন করতে পারেননি। আরও পড়ুন-চিনের সোনায় শুরু প্যারিস অলিম্পিক, প্রথম রুপো কোরিয়া, প্রথম পদক কাজাকাস্তানের

দেখুন ছবিতে

এদিন কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম দুই শ্য়ুটারের থেকে মানুর পয়েন্টের ব্যবধান মাত্র ২। ফাইনালে ওঠার পথে এই বিভাগে প্রথম হন হাঙ্গেরির ভেরোনিকা মাজো (৫৮২.২২), দ্বিতীয় হন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন (৫৮২.২০), তৃতীয় মনু বাখের (৫৮০.২৭) সেখানে এই বিভাগে অপর ভারতীয় শ্য়ুটার রিদম সাঙ্গওয়ান ১৫তম স্থান পান। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম ৮ জনকে নিয়ে আগামিকাল, রবিবার হবে ফাইনাল।

বিশেষজ্ঞমহলের মতে সব ঠিকঠাক চললে মানুর পদক জেতা উচিত। যদিও শ্য়ুটিং এমন এক অনিশ্চিয়তার খেলা, সেখানে অনিশ্চিত কথাটা বড় নিশ্চয়তার বিষয়। ফেভারিটরা এখানে যে সোনা জিতবেন তার কোনও গ্যারান্টি নেই। ক্ষণিকের ভুল বা অসাধারণ কিছু পদক জেতা না জেতায় ব্যবধান গড়ে দেয়।

২০০৮ বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনা ও বিজয় কুমার রুপো জেতার পর ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন গগণ নারাং। কিন্তু দারুণ শক্তিশালী দল পাঠিয়েও গত দুটি অলিম্পিকে ভারত শ্যুটিং রেঞ্জ থেকে কোনও পদক পাননি। প্যারিসে সেই খরা কাটার দিকে এখন মানুর দিকেই তাকিয়ে সবাই।