Argentina In World Cup 2022 Final: মেসি-আলভারেজের অবিশ্বাস্য ফুটবলে আট বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
অবিশ্বাস্য ফুটবল খেলে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।
অবিশ্বাস্য ফুটবল খেলে ক্রোয়েশিয়া (Croatia)-কে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup 2022 Final) উঠল আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসি (Lioenl Messi), হুলিয়ান আলভারেজের (Julian Alvarez) দুরন্ত যুগলবন্দিতে ভর করে আট বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা। গোল করে, গোল করিয়ে মেসির স্বপ্নের বিশ্বকাপ জয় আর মাত্র একধাপ দূরে। একেবারে চ্যাম্পিয়নের মত খেলে কাতারে ফাইনালে নামবেন মেসিরা। ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ ফ্রান্স না মর্কো কে হয় তা ঠিক হবে আগামিকাল, বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে।
এদিন লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়ের কারিগর লিওনেল মেসির সঙ্গে ২২ বছরের ম্যানচেস্টার সিটির তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলার হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৩৯ মিনিটে একার চেষ্টায় ক্রোটদের চারজনকে টপকে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে গোল করেন আলভারেজ। তার আগে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে মেসির এটি ১১তম গোল। বাতিস্তুতাকে টপকে বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন লিও। পাশপাশি কাতার বিশ্বকাপে ৫টি গোল করে এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা এমএল টেন। আরও পড়ুন-আর্সেনালের নতুন মালিক আম্বানি?
দেখুন টুইট
বিরতিতে ২-০ এগিয়ে থাকার পর ম্যাচের ৬৯ মিনিটে অসাধারণ স্কিলের পরিচয় রেখে আলভারেজকে অবিশ্বাস্য পাশ দিয়ে গোল করান মেসি। এরপর ক্রোটদের আর তেমন কিছু করে দেখানোর সুযোগ ছিল না। হয়েও নি। শেষের দিকে লুকা মদরিচকে তুলেও নেন ক্রোট কোচ। প্রথম ম্যাচে হেরে টানা পাঁচটা ম্যাচ জিতে হাসতে হাসতে ফাইনালে উঠল আর্জেন্টিনা।
দেখুন টুইট
বিশ্বকাপের সেমিফাইনালে না হারার রেকর্ড বজায় রাখল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে ৬ বার ফাইনালে উঠল মেসি-মারাদোনার দেশ। এর আগে আর্জেন্টিনা দু'বার বিশ্বকাপ জিতেছে।
দেখুন আলভারেজের অবিশ্বাস্য গোলের ভিডিয়ো
শনিবার মেসি তাঁর প্রথম ও আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ জিততে পারে কি না সেটাই দেখার
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪, ২০২২।
কীভাবে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা
গ্রুপ পর্বে- সৌদি আরবের কাছে ১-২ গোলে হার, মেক্সিকোর কাছে ২-০ গোলে জয়। পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয়।
প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-২ গোলে ড্রয়ের পর জয় টাইব্রেকারে
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়
গোল করেছে- ১২টি, গোল খেয়েছে-৫টি।