IPL Auction 2025 Live

ICC Rankings: রুটকে সরিয়ে টেস্ট ব্যাটিংয়ের সিংহাসনে মার্নাস লাবুসেন, রোহিত পাঁচ-বিরাট সাতে

অ্যাডিলেডে অ্যাসেজ টেস্টে অনবদ্য ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুসেন। এবার লাবুসন পেলেন আইসিসি টেস্ট ব্যাটিং Ranking-এ শীর্ষস্থান।

Marnus Labuschagne (Photo Credits: Getty Images)

দুবাই, ২২ ডিসেম্বর: অ্যাডিলেডে অ্যাসেজ টেস্টে অনবদ্য ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুসেন (Marnus Labuschagne)। এবার লাবুসেন পেলেন আইসিসি টেস্ট ব্যাটিং Ranking-এ শীর্ষস্থান। ইংল্যান্ডের জো রুটকে দ্বিতীয় স্থানে ঠেলে দেয়ে লাবুসেন আইসিসি টেস্ট Ranking-এর সিংহাসনে উঠলেন। তিন নম্বরে থাকলেন স্টিভ স্মিথ, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নারের পিছনে বিরাট কোহলি আছে সাত নম্বরে। অ্যাডিলেড টেস্টে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লাবুসেন দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১০৩ ও ৫১ রান। শুধু রানের বিচারেই নয়, টেকনিক-ফর্ম-টাচ, ক্লাস সবেতেই লাবুসেনেকে এখন দুনিয়ার সেরা টেস্ট ব্যাটসম্যান দেখাচ্ছে। অথচ তিনিই একটা  সময় অস্ট্রেলিয়া দলে নিয়মিত ছিলেন না। গত বছরই তিনি টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন। স্টিভ স্মিথের উত্তরসূরি হিসেবে তাঁকে দেখা হচ্ছে।

আইসিসি-র সাম্প্রতিক টেস্ট Ranking-এ বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার অধিনায়ক-পেসার প্যাট কামিন্স শীর্ষস্থানে উঠে এলেন। মানে আইসিসি টেস্ট ক্রমতালিকায় সেরা ব্যাটসম্যান, সেরা বোলার দুজনেই অস্ট্রেলিয়ার। চলতি অ্যাসেজ সিরিজে ২-০ এগিয়ে আছে অস্ট্রেলিয়া । কিউইদের বিরুদ্ধে সিরিজে ভাল বল করা ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন দু নম্বরে উঠে এলেন। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি তিন নম্বরে আছেন। টেস্টে অল রাউন্ডারের তালিকায় শীর্ষ জেসন হোল্ডার। দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। আরও পড়ুন: সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আইপিএল দলের সহকারী কোচ নিযুক্ত বিজয় দাহিয়া

দেখুন টুইট

এদিকে, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দু নম্বরে ইংল্যান্ডের ডেভিড মালান, তিনে পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে আছেন লোকেশ রাহুল। রাহুল আছেন পাঁচ নম্বরে।