Kylian Mbappe 'The Tragic Hero': সোনার বুট হাতে উঠলেও অধরা রয়ে গেল বিশ্বকাপ, ট্রফির থেকে দূরে দাঁড়িয়ে ছবি শেয়ার এমবাপ্পের
ফ্রান্স ফাইনাল ম্যাচে পরাস্ত হলেও সোনার বুট জয় করলেন সেই এমবাপে। চলতি বিশ্বকাপে আটটি গোল করে তিনি এই খেতাব নিজের নামে করে নিলেন।
২০২২ ফিফা বিশ্বকাপের 'ট্র্যাজিক হিরো' যদি কাউকে বলতে হয়, তাহলে সবার আগে উঠে আসবে কিলিয়ান এমবাপের নাম। ২০১৮ সালে ফ্রান্স যখন বিশ্বজয় করেছিল, সেইসময় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এই এমবাপে। এবারও সেই সুযোগ এসেছিল। কিন্তু, শেষপর্যন্ত স্বপ্ন অধরাই থেকে গেল। বিশ্বকাপের শেষ রাতে নায়ক হয়ে উঠলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর মহাভারতের সেই কর্ণ রয়ে গেলেন কিলিয়ান এমবাপে।ফ্রান্স ফাইনাল ম্যাচে পরাস্ত হলেও সোনার বুট জয় করলেন সেই এমবাপে। চলতি বিশ্বকাপে আটটি গোল করে তিনি এই খেতাব নিজের নামে করে নিলেন। তবুও সোনার বুট হাতে নিয়ে অধরা মাধুরী বিশ্বকাপের ট্রফির দিকে চেয়ে নিজের ইনস্টাগ্রামে এক হৃদয়বিদারক ছবি শেয়ার করে কিলিয়ান এমবাপে। আর লিখলেন - আমরা ফিরে আসব