East Bengal vs ATK Mohun Bagan, 2021-22 ISL: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ
আজ, শনিবার আইএসএলে মেগা কলকাতা ডার্বি। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি শুধু কলকাতা, ভারতে নয় গোটা ফুটবল দুনিয়ায় বিখ্যাত।
আজ, শনিবার আইএসএলে মেগা কলকাতা ডার্বি (Kolkata Derby)। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)-এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি শুধু কলকাতা, ভারতে নয় গোটা ফুটবল দুনিয়ায় বিখ্যাত। ফুটবলের কলকাতা ডার্বি মানে শুধু মাঠের লড়াই নয় ঘটি-বাঙাল, এদেশী-ওদেশী আবেগের টক্কর, দ্বন্দ্বে চাপা ভালবাসা। সেই মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই এখন আধুনিক-কর্পোরেট প্যাকেজ ফুটবলে এসে এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। নাম বদলালেও আবেগ কিন্তু একইরকম আছে এই ডার্বিকে ঘিরে।
গতবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দুটি সাক্ষাতেই জিতেছিল। দুটি সাক্ষাত মিলিয়ে এটিকে মোহনবাগান কলকাতা ডার্বিতে ৫টি গোল দিয়েছিল, হজম করেছিল ১টি গোল। গত মরসুম ধরে এসসি ইস্টবেঙ্গল আইএসএলে তাদের শেষ পাঁচটা ম্যাচে জয়ের মুখ দেখেনি। চলতি আইএসএলে প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল। এসসি ইস্টবেঙ্গল এ বার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। নয়া দল নিয়ে তবে এবার ইস্টবেঙ্গল জিততে মরিয়া। আরও পড়ুন: ঘাড়ে ব্যথা ঋদ্ধিমান সাহার, উইকেট সামলাচ্ছেন কেএস ভরত
ডার্বিতে নামার আগে বেশ চনমনে এটিকে মোহনবাগান শিবির। ঘর গুছিয়েই আক্রমণে যেতে চান কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
দেখে নিন আজকের ডার্বি কখন কোথায় দেখবেন
কবে কখন কোথায় হবে আইএসএলে এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল ম্যাচ
শনিবার, ২৭ নভেম্বর, গোয়ার তিলক ময়দানে আয়োজিত হবে আইএসএলে কলকাতা ডার্বি।কখন শুরু হবে আইএসএলে এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল ম্যাচ
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ
টিভিতে কোথায় কীভাবে সরাসরি দেখা যাবে এই ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সরাসরি দেখা যাবে। স্টার স্পোর্টস টু-এইডি ও এসডি-তে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে বাংলা ধারাভাষ্যে দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টার VIP, জিও টিভিতে সরাসরি দেখা যাবে ম্যাচ।