IPL Auction 2025 Live

KL Rahul: সূর্য কেন নয়! গুয়াহাটিতে ম্যাচ সেরা হয়ে অবাক রাহুল কী বললেন

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে ২৮ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল।

KL Rahul with teammates (Photo Credits: @BCCI/Twitter)

গুয়াহাটি, ৩ অক্টোবর: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে ২৮ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল। গুয়াহাটিতে ১৬ রানে জিতে টি২০ সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে রাহুল কিছুটা অবাক হয়ে বললেন, " আমি এই পুরস্কারটা পেলাম দেখে অবাক। আমার মনে হয় সূর্যকুমার যাদব এই পুরস্কারটার আসল যোগ্য ব্যক্তি। ওর ইনিংসটা আমার চেয়ে ম্যাচে অনেক বেশি প্রভাব ফেলেছে।

প্রসঙ্গত, চারে নেমে ২২ বলে ৬১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন সূর্যকুমার। ২৭৭.২৭ স্ট্রাইক রেটে ৬১ রানের ইনিংসে সূর্য মারেন ৫টা বাউন্ডারি, ৫টা ওভার বাউন্ডারি। রাহুলের চেয়ে বেশি রান, স্ট্রাইক রেট থাকলেও রাহুলকে ম্যাচের সেরা বাছা হয়। রাহুলের ঝড়ো ইনিংসে মজবুত ভিত গড়ার পর সূর্য ঝড়ে গুয়াহাটিতে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া করেছিল ৩ উইকেটে ২৩৭ রান। জবাবে ডেভিড মিলারের অনবদ্য ৪৭ বলে ১০৬ রানের অপরাজিত সেঞ্চুরি ও কুইন্টন ডিড ককের অপরাজিত ৬৯ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩উইকেটে ২২১ রান। ডি কক-মিলার চতুর্থ উইকেটে ৮২ বলে ১৭৪ রানের পার্টনারশিপ করেন। আরও পড়ুন-গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে মাঠে ঢুকে পড়ল সাপ, ভয়ে সরে দাঁড়ালেন রাহুল 

টি২০ বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে মনোবল বাড়িয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোহিত শর্মা-রা।