KKR vs SRH, IPL 2021 Live Streaming: আজ সন্ধ্যায় নামছে কলকাতা, কখন কীভাবে দেখবেন কেকেআর বনাম সান রাইজার্স ম্যাচ
আজ, রবিবার সন্ধ্যায় আইপিএলের দুবাইয়ে ডু অর ডাই ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই বিদায় নেওয়া সান রাইজার্স হায়দ্রাবাদ। রাউন্ড রবীন লিগের সব দলের মাত্র দুটো ম্যাচ বাকি থাকা অবস্থায় পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে কলকাতাকে এখন শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে।
দুবাই, ৩ অক্টোবর: আজ, রবিবার সন্ধ্যায় আইপিএলের (IPL 2021) দুবাইয়ে ডু অর ডাই ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাহরুখ খানের দলের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই বিদায় নেওয়া সান রাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। রাউন্ড রবীন লিগের সব দলের মাত্র দুটো ম্যাচ বাকি থাকা অবস্থায় পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে কলকাতাকে এখন শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। কারণ প্লে অফে ওঠার প্রশ্নে নেট রানরেট বড় ভূমিকা নেবে। এখন ১২ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে আছে মোট চারটি দল- কেকেআর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ন্স। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই প্লে অফে উঠে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফে যাওয়া নিয়ে প্রশ্ন নেই। তাহলে বাকি থাকল আর একটা স্লট, সেটা নিয়েই এখন চারটে দলের ইঁদুর দৌড়।
হায়দ্রাবাদ চলতি টুর্নামেন্টে একেবারে খারাপ খেলছে। ১১টা খেলে জিতেছে মাত্র ২টিতে। ব্যাট, বল, ফিল্ডিং সব বিভাগেই একেবারে খারাপ করেছে সান রাইজার্স। তবে সান রাইজার্সে এমন দু তিনজন ক্রিকেটার আছেন, যারা অঘটন ঘটিয়ে দিতে পারেন। কেকেআর শিবির এটা নিয়ে সতর্ক। আরও পড়ুন: প্লে অফ নিশ্চিত, প্রথম দুই নিশ্চিত করতে লড়ছে দিল্লি ক্যাপিটলস
সান রাইজার্সের জেসন রয়, রশিদ খান, জেসন হোল্ডার আর অবশ্যই অধিনায়ক কেন উইলিয়ামস-এই চার বিদেশীকে নিয়েই সবচেয়ে ভয়। সবচেয়ে বড় কথা আগামী বছর নেগা নিলামের আগে হায়দ্রাবাদের ক্রিকেটাররা চোখধাঁধানো পারফরম্যান্স করতে চাইবেন, যাতে তারা চড়া দর পান। সবচেয়ে বড় কথা হায়দ্রাবাদ যেহেতু বিদায় নিয়েছে, তাই তাদের হারানোর কিছুই নেই অনেকটা খোলা মনে নামতে পারবে। সেখানে কেকেআর-এর ওপর থাকবে জয়ের চাপ, আর নেট রানরেট ঠিক রাখার চিন্তা।
আজকের ম্যাচে কেকেআর-একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। আন্দ্রে রাসেলকে খেলানোর চেষ্টা চলছে। ভেঙ্কটেশ আয়ারের কাছে আজও বড় রান আশা করা হচ্ছে। তবে অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটা হাতে রানের খরা যাতে এবার কাছে সেই প্রার্থনা চলছে।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ কোথায় খেলা হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচ কবে ও কখন শুরু হবে?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ রবিবার, ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।
এই ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।
অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।