Rinku Singh: আইপিএলে সর্বকালের সেরা ফিনিশ! শেষ ওভারে টানা পাঁচটা ছক্কা হাঁকিয়ে জেতানো রিঙ্কুকে নিয়ে দলের উচ্ছ্বাস, দেখুন ভিডিয়ো
অবিশ্বাস্য বলেও অবিশ্বাসকে ছোট করা হবে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা কাণ্ডটা ঘটালেন কেকেআরের রিঙ্কু সিং তাতে অবিশ্বাস্য শব্দটাকে আরও মজবুত করার জন্য নতুন শব্দের প্রয়োজন হবে।
অবিশ্বাস্য বলেও অবিশ্বাসকে ছোট করা হবে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা কাণ্ডটা ঘটালেন কেকেআরের রিঙ্কু সিং তাতে অবিশ্বাস্য শব্দটাকে আরও মজবুত করার জন্য নতুন শব্দের প্রয়োজন হবে। দলের বাজিগর মালিক শাহরুখ খান এবার বলতে পারেন, 'হারকর জিতনে বালো কো কেকেআর কেহেতে হে'। গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে কেকেআরকে করতে হত ২৯ রান। রশিদ খানের হ্য়াটট্রিকে তখন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুররা ফিরে গিয়েছেন। শেষ ওভার রিঙ্কু সিং দলকে এমন জায়গা থেকে জিতিয়ে দেবেন অতি বড় সমর্থকও হয়তো ভাবেননি। সেটাই করলেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের উত্তরপ্রদেশের ২৫ বছরের পেসারের ম্যাচের শেষ ওভারে পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন রিঙ্কু। আরও পড়ুন-অবিশ্বাস্য জয় কেকেআর-এর
দেখুন শেষ ওভারে রিঙ্কুর অবিশ্বাস্য ব্যাটিং
দেখুন ভিডিয়ো
এমন ফিনিশ আইপিএলের ইতিহাসে আগে দেখা গিয়েছে কি না মনে পড়ছে না। রিঙ্কু আসলে সব ভুলিয়ে দিলেন। রশিদ খানের দুরন্ত হ্য়াটট্রিকটাও চাপা পড়ে গেল এমন অবিশ্বাস্য ইনিংসের কাছে। ম্যাচ জিতিয়ে উত্তরপ্রদেশের ২৫ বছরে রিঙ্কু যখন ডাগ আউটে ফিরলেন তাকে আদর, অভিনন্দনে ভরিয়ে দিলেন সতীর্থ ক্রিকেটার, কোচেরা। মোদী রাজ্যে রিঙ্কুর এমন অবিশ্বাস্য ইনিংস দেখার পর শহর কলকাতাতেও নাইট সমর্থকদের উচ্ছ্বাসে ভাসতে দেখা গেল।