Rahul Tripathi: মাস্ক না পরায় শাহরুখ খানের দলের ক্রিকেটার রাহুল ত্রিপাঠিকে জরিমানা

করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরাটা খুবই জরুরি। সবার মত কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া পেজেও সবার উদ্দেশ্যে লেখা আছে কথাটা। আর সেই মাস্ক না পরার অপরাধেই আর্থিক জরিমানার মুখে পড়তে হলে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠি ( Rahul Tripathi)-কে।

কেকেআর

পুণে, ২৯ মে: করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরাটা খুবই জরুরি। সবার মত কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া পেজেও সবার উদ্দেশ্যে লেখা আছে কথাটা। আর সেই মাস্ক না পরার অপরাধেই আর্থিক জরিমানার মুখে পড়তে হলে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠি ( Rahul Tripathi)-কে। মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি ও কেকেআর-এর হয়ে আইপিএলে খেলা রাহুল ত্রিপাঠি পুণের কোনধাওয়া এলাকায় লকডাউনের মাঝে মাস্ক না পরে যাচ্ছিলেন। পুলিশের নজরে আসায় রাহুলকে সেখানেই ৫০০ টাকার আর্থিক জরিমানা করা হয়। জরিমানার চালান কেটে রাহুলকে দেওয়ার পর কেকেআর-এর ৬০ লক্ষ টাকার চুক্তির ক্রিকেটার রাহুল তা মিটিয়েও দেন। আরও পড়ুন: আরব আমিরশাহিতে সরানো হল আইপিএল ২০২১

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটার রাহুল ত্রিপাঠি কোনধাওয়া এলাকার খাদি মেশিন চকে কোনও বিশেষ কারণ ছাড়াই লক়াউনের মধ্যে ঘুরছিলেন। তাঁর মুখে মাস্কও ছিল না। রাহুলের গাড়িতে অন্য কয়েকজনও ছিলেন।

এদিকে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় লকডাউনে থাকার পর মহারাষ্ট্রে এখন করোনা সংক্রমণ কিছুটা রাশ পড়েছে। এবারের আইপিএলে সাতটা ম্যাচ খেলে ত্রিপাঠি ১৮৭ রান করেন। সর্বোচ্চ রান ৫৩। সব মিলিয়ে ত্রিপাঠি ৫২টি ম্যাচ খেলে ১১৭৫ রান করেছেন, গড় ২৫-র ওপর, ৬টা হাফ সেঞ্চুরি আছে। কেকেআর স্কোয়াডের চার সদস্যের কোভিড হওয়ার পর আইপিএল মাঝপথে বাতিল হয়ে যায়। ত্রিপাঠির দল কেকেআর-এর চার সদস্য বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা, টিম সেইফার্ট, এবং সন্দীপ ওয়ারিয়র আইপিএল চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন। কেকেআরের পাশপাশি সিএসকে, সান রাইজার্স, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপরই বাতিল হয়েছিল আইপিএল। বাকি আইপিএল এবার সংযুক্ত আরবআমিরশাহিতে হবে সেপ্টেম্বর-অক্টোবরে।