Khelo India Youth Games 2023 Medal Tally Updated: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের এখনও শীর্ষে মহারাষ্ট্র, জেনে নিন বাংলার স্থান

এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের পাঁচ নম্বর দিনের শেষে ১৪ টি স্বর্ণ, ১৭ টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৩ টি মেডেল নিয়ে শীর্ষে মহারাষ্ট্র, ৪টি স্বর্ণ, ৪ টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১১ টি মেডেল নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলা।

Khelo India States Placard (Photo Credit: Collector Mandla/ Twitter)

ভারত সরকারের 'খেলো ইন্ডিয়া' (Khelo India) উদ্যোগের আওতায় পঞ্চম 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস'(Khelo India Youth Games) চলবে ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত। মধ্যপ্রদেশ ও নয়াদিল্লির আটটি শহরে মোট ১১টি ভেন্যুতে ২০২২ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে খেলো ইন্ডিয়া যুব গেমসের পরিসর বৃদ্ধি পেয়েছে। গত বছর থেকে ২৫টি ক্রীড়া তালিকায় ফেন্সিং(Fencing) এবং জলক্রীড়া ক্যানোয়িং (Canoeing), কায়াকিং (Kayaking) এবং স্ল্যালমকে (Slalom) অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৮-র উদ্বোধনী আসরে খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক তালিকায় হরিয়ানা শীর্ষে থাকলেও ২০১৯ ও ২০২০-তে খেতাব জিতে নেয় মহারাষ্ট্র। গত বছর হরিয়ানা ১৩৭টি পদক, ৫২টি সোনা, ৩৯টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ জিতেছিল। ৪৫টি সোনা ও ৪০টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১২৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র।

দেখে নিন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর পদক তালিকা

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭৩টি সোনা, ৫৮০টি রুপো ও ৭৮৩টি ব্রোঞ্জ সহ মোট ১,৯৩৬টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৬,০০০-এরও বেশি ক্রীড়াবিদ। এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের পাঁচ নম্বর দিনের শেষে ১৪ টি স্বর্ণ, ১৭ টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৩ টি মেডেল নিয়ে শীর্ষে মহারাষ্ট্র, ৪টি স্বর্ণ, ৪ টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১১ টি মেডেল নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now