Junior Asia Cup: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় জুনিয়র হকি দল, মঙ্গলবার মুখোমুখি মালয়েশিয়ার

India beat South Korea (Photo Credit: X@DDNewslive)

রবিবার পুরুষদের জুনিয়র এশিয়া কাপের শেষ পুল এ ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ৮-১ ব্যবধানে জয় পেল ভারত। ম্যাচে আরশদীপ সিং হ্যাটট্রিক করেন, আর অরাইজিৎ সিং হুন্দাল ভারতের হয়ে দুটি গোল করেন। গুরজোত সিং, রোসান কুজুর এবং রোহিত একটি করে গোল করেন। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন তাহেইয়ন কিম। গ্রুপ পর্বের ম্যাচে ভারত চারটি জয় পেয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।এই জয়ের পরে সেমি-ফাইনালে চলে গেল ভারতীয় দল। মঙ্গলবার ভারতীয় সময় ৮টা ৩০ মিনিটে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত।

পুল এ থেকে তিনটি জয় এবং একটি হারের পরে দ্বিতীয় স্থানে থাকা দল হিসেবে জাপান নয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।অন্যদিকে রবিবার মালয়েশিয়াকে ৪-১ গোলে হারানো পাকিস্তান, চারটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে পুল বি-তে শীর্ষে রয়েছে এবং মঙ্গলবার অন্য সেমিফাইনালে  জাপানের মুখোমুখি হবে তারা।

এই টুর্নামেন্টটি আগামী বছর ভারতে আয়োজিত এফ আই এইচ হকি জুনিয়র বিশ্বকাপের জন্য বাছাইপর্ব হিসেবে আয়োজিত হচ্ছে।তাই সকলেই তাঁদের সেরাটা দিতে চেষ্টা করছে। এই টুর্নামেন্ট থেকে শীর্ষ ছয়টি দল যোগ্যতা অর্জন করবে। তবে আয়োজক হিসাবে, ভারত ইতিমধ্যেই তার স্থান নিশ্চিত করেছে।তাই শীর্ষ ছয়ের মধ্যে ভারত রয়ে গেলে সপ্তম স্থানে থাকা দলটিও খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারত জুনিয়র এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। ইতিমধ্যেই ২০০৪, ২০০৮, ২০১৫ ও ২০২৩ সালকে ধরে চারটি শিরোপা তারা হাতে তুলেছে।