Johnson Charles: সেঞ্চুরিয়ানে ৩৯ বলে সেঞ্চুরি চার্লসের, ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করল ২৫৮ রান

৩৯ বলে সেঞ্চুরি চার্লসের

Johnson Charles Hits 39 Balls Century. (Photo Credits:Twitter)

সেঞ্চুরিয়ান টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে অবিশ্বাস্য ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসের। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন চার্লস। একটুর জন্য রক্ষা পেল আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (ডেভিড মিলার, রোহিত শর্মা, সুদেশ বিক্রমাসেকারা ৩৫ বলে সেঞ্চুরি)। তবে ক্রিস গেইলের দেশের ক্রিকেটারদের মধ্যে টি-২০ আন্তর্জাতিকে চার্লসই এখন দ্রতুতম সেঞ্চুরিয়ান।

রবিবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করল ৫ উইকেটে ২৫৮ রান। টি-২০র ইতিহাসে ক্যারিবিয়ানদের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে জনসন চার্লস করলেন ৪৬ বলে ১১৮ রান। আরও পড়ুন-বিরাট আবেগে ভেসে লেজার শোয়ে রঙীন নয়া আরসিবি-র আত্মপ্রকাশের অনুষ্ঠান

দেখুন টুইট

১১টা ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি হাঁকান ৩৪ বছরের চার্লস। কেইল মেয়ার্স (২৭ বলে ৫১) ও রোমারিও শেফার্ড (১৮ বলে ৪১ রান অপরাজিত)ও বেশ ভাল খেলেন।