Jemimah Rodrigues: জেমিমার সঙ্গে অজি ক্রিকেটারদের'চান্না মেরেয়া'গান, দেখুন ভাইরাল ভিডিও

মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলতে ব্যস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগেজ। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি-২০ লিগ মেলবোর্ন স্টার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন জেমিমা।

Jemimah Rodrigues

মেলবোর্ন, ২৯ অক্টোবর: মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলতে ব্যস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues)। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি-২০ লিগ (Women Big Bash league 2022) মেলবোর্ন স্টার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন জেমিমা। টুর্নামেন্টের মাঝে জেমিমা এখন তার অজি সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন।

মেলবোর্ন স্টার্স দলের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে বলিউডের গান গেয়ে চুটিয়ে আনন্দ করছেন জেমিমা। টিম বাসে জেমিমা গিটার হাতে শুরু করেন রণবীর কাপুরের সিনেমার 'চান্না মেরেয়া..মেরে য়া...গানটি। ক্যাঙারুর দেশে বাসে কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দরী প্রকৃতি আর বাসের ভিতর জেমিমাদের হিন্দি গান...

দেখুন ভিডিও

জেমিমার সুরেই গলা মিলিয়ে চান্না মেরে আ..গানটি গাইতে থাকেন মেলবোর্ন স্টার্স-এর মহিলা ক্রিকেটাররা। বলিউড গানে মিলল বাইশ গজের বন্ধুত্ব। এদিন, বিগ ব্যাশে জেমিমা মেলবোর্ন ডার্বিতে মাত্র ৮ রানে রান আউট হয়ে যান।মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে জেমাইমার বিরুদ্ধে মেলবোর্ন স্টার্স মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায়।