Javelin Accident: মহারাষ্ট্রে প্র্যাকটিস সেশনে জ্যাভেলিন মাথায় গেঁথে ১৫ বছরের কিশোরের মৃত্যু
জ্যাভলিনটি তার মাথা ভেদ করে এবং স্থানীয় একটি হাসপাতালে ছাত্রটিকে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়
গতকাল ৬ সেপ্টেম্বর, বুধবার প্র্যাকটিসের সময় মাথায় জ্যাভেলিনের আঘাতে প্রাণ হারায় ১৫ বছরের এক ছাত্র। পুলিশ জানিয়েছে, হুজেফা দাওয়ারে নামে ওই ছাত্র জুতোর ফিতে বাঁধতে গিয়ে অন্য এক ছাত্রের ছোঁড়া জ্যাভেলিনের গতিপথ দেখতে পাননি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার গোরেগাঁওয়ের পুরার আইএনটি ইংলিশ স্কুলে। জ্যাভলিনটি তার মাথা ভেদ করে এবং স্থানীয় একটি হাসপাতালে ছাত্রটিকে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের গোরেগাঁও পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে তদন্ত চলছে। গোরেগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর শ্রীকৃষ্ণ নাভাল জানিয়েছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল মাঠে তালুকা স্তরের ক্রীড়া প্রতিযোগিতার জন্য এসেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে নাভাল জানিয়েছেন,'দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্যাভেলিন ছুড়ে জুতোর ফিতে বাঁধতে বেঁকে যান দাওয়ারে। ওপাশ থেকে একজন ছাত্র জ্যাভেলিনটা তার দিকে ছুড়ে দেয়, সে জানত না যে দাওয়ার নিচে বেঁকে গেছে। উঠে দাঁড়ানোর পর জ্যাভলিন তাঁর মাথায় লাগে।' Sachithra Senanayake Arrested: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত্র সেনানায়েকে
পুলিশ জানিয়েছে, জ্যাভলিন খেলার সময় খেলোয়াড়দের কী কী নিয়ম মেনে চলা উচিত, তা খতিয়ে দেখা হচ্ছে। এক অফিসার বলেন, যে জায়গায় জ্যাভেলিন ছুড়তে হবে, সেই জায়গা 'নো ম্যানস ল্যান্ড' হওয়া উচিত। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি, তবে গাফিলতির অভিযোগ সামনে এলে তা করা হবে। পুলিশ আরও জানিয়েছে, ক্রীড়াবিদ ও আয়োজকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি বলেন, এ ক্ষেত্রেও খেলা শুরু হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। প্র্যাকটিসের সময়ও ওদের সতর্ক থাকা উচিত ছিল। যদি কোনও গাফিলতি নজরে আসে, তাহলে প্রাথমিক তথ্য রিপোর্ট (এফআইআর) দায়ের করা হবে। বর্তমানে দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট তৈরি করা হয়েছে।