Naomi Osaka Withdraws From French Open: প্রথম পর্বে জয় পেয়েই ফরাসি ওপেন থেকে সরলেন নাওমি ওসাকা
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে মানসিক স্থিতি নষ্ট হয়৷ সেজন্য সংবাদ মাধ্যমের সঙ্গে আর কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলেন বিখ্যাত জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা (Naomi Osaka)৷ সেই তিনিই কিনা ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন৷
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে মানসিক স্থিতি নষ্ট হয়৷ সেজন্য সংবাদ মাধ্যমের সঙ্গে আর কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলেন বিখ্যাত জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা (Naomi Osaka)৷ সেই তিনিই কিনা ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন৷ রবিবার ফরাসি ওপেনের প্রথম পর্বে প্যাট্রিক মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি। পরের দিনেই এমন সিদ্ধান্ত চমকে দিয়েছে টেনিস মহলকে। আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে তাঁর কথা না বলার সিদ্ধান্তের পরেই একের পর এক কটূক্তি সহ্য করতে হয়েছে৷ সেসব থেকে মুক্তি পেতে রবিবার জয়ের পর নিজেই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন৷
এনিয়ে নাওমি ওসাকা টউইটারে জানান, “আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সকলে তা হলে খেলায় মন দিতে পারবে৷”