Ishan Kishan: টেস্ট সিরিজ থেকে সরলেন ইশান কিষাণ, পরিবর্তে শ্রীকর ভরত
ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্য়াটার ইশান কিষাণ।
ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্য়াটার ইশান কিষাণ। নেলসন ম্য়ান্ডেলার দেশে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হতে চলা দু ম্য়াচের টেস্ট সিরিজে ইশান কিষাণের পরিবর্তে নেওয়া হল স্পেশালিস্ট উইকেটকিপার শ্রীকর ভরত-কে। দেশের হয়ে পাঁচটা টেস্ট খেলা ভরত এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। তবু তাঁকে আরও একবার সুযোগ দিলেন নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে উইকেটকিপার হিসেবে স্কোয়াডে আছেন লোকেশ রাহুল। তবে ওয়ানডে-তে খেললেও রাহুলের বিদেশের মাটিতে পাঁচ দিনের ক্রিকেটে স্পেশালিস্ট কিপার হিসেবে খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ভরত সুযোগ পেতে পারেন। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে টেস্টে অভিষেক হওয়া ইশানের সামনে দক্ষিণ আফ্রিকায় ভাল খেলে পাঁচ দিনের ক্রিকেটে নিজের জায়গা মজবুত করার সুযোগ ছিল। দক্ষিণ আফ্রিকায় চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না ইশান। তাঁর পরিবর্তে স্কোয়াডে রাখা হয়েছে সঞ্জু স্য়ামসনকে।
দেখুন বোর্ডের বার্তা
চোট থাকায় দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না ভারতের তারকা পেসার মহম্মদ সামি। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা এখনও হয়নি।
দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, রুতুরাজ গায়কোয়েড়, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার।
ছিটকে গিয়েছেন- মহম্মদ সামি, ইশান কিষাণ।
ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২৬ ডিসেম্বর থেকে শুরু, সেঞ্চুরিয়ান
দ্বিতীয় টেস্ট: ৩ জানুয়ারি থেকে শুরু, কেপ টাউন