Is Mohammed Siraj DATING Mahira Sharma? সিরাজের মন জুড়ে বিরাজ সুন্দরী রমণীর, মাহিরার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পেসার?

বিগ বস তারকা তথা অভিনেত্রী মাহিরা শর্মা নাকি সিরাজের মন জুড়ে বিরাজ করছে। মাহিরার সৌন্দর্যে চোখ আটকেছে পেসারের। আইপিএলের পাশাপাশি এবার প্রেমের খেলাতেও মেতেছেন তিনি। সিরাজ এবং মাহিরার প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

Mahira Sharma, Mohammed Siraj (Photo Credits: Instagram)

আইপিএল ২০২৫-এর নিমাল (IPL 2025 Auction) নিয়ে যখন চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ঠিক তখনই ভারতীয় ক্রিকেট দলের লড়াকু স্পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) প্রেমের গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়া জুড়ে। এক সুন্দরী রমণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ। বিগ বস তারকা তথা অভিনেত্রী মাহিরা শর্মা (Mahira Sharma) নাকি সিরাজের মন জুড়ে বিরাজ করছে। মাহিরার সৌন্দর্যে চোখ আটকেছে পেসারের। আইপিএলের (IPL) পাশাপাশি এবার প্রেমের খেলাতেও মেতেছেন তিনি। সিরাজ এবং মাহিরার প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

আইপিএল ২০২৫ নিলামে মহম্মদ সিরাজকে ১২.৫ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটানস (Gujarat Titans )। সেই নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের পাশাপাশি তাঁর এবং মাহিরার সম্পর্কের গুঞ্জন নিয়েও শোরগোল তৈরি হয়েছে। মাহিরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে সেই চর্চা। দিন কয়েক আগ ইনস্টাগ্রামে কালো রঙের একটি 'ব্যাকলেস' ল্যাহেঙ্গা পরে ছবি শেয়ার করেছিলেন মাহিরা (Mahira Sharma)। আর সেই ছবিতে সিরাজের 'লাইক' নজরকাড়ে নেটাগরিকের।

একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন না মাহিরা এবং সিরাজ। তাও মাহিরার ছবিতে ভারতীয় পেসারের আলাদা করে 'লাইক' দেওয়ার বিষয়টিকে 'ডাল মে কুছ কালা' হিসাবেই দেখছেন ভক্তকুল।

মাহিরার ছবিতে সিরাজের 'লাইক'... 

 

View this post on Instagram

 

A post shared by Tellychakkar Official ® (@tellychakkar)

২০১৮ সালে একতা কাপুরের (Ekta Kapoor) হিট ধারাবাহিক 'নাগিন' (Naagin) দিয়ে অভিনয়ে হাতেখড়ি মাহিরার (Mahira Sharma)। এরপর কুণ্ডলী ভাগ্য, বেপনাহ পেয়ার ধারাবাহিকেও কাজ করেন তিনি। বিগ বস সিজিন ১৩-তে (Bigg Boss 13) অংশ নিয়েছিলেন মাহিরা। বহু মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি পাঞ্জাবী ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডেরও কাজ শুরু করেছেন তিনি।