IPL Final 2023, CSK vs GT: দুরন্ত হাফ সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার, আমেদাবাদে শুরু হাল্কা বৃষ্টি
২০১৪ আইপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এবার করলেন হাফ সেঞ্চুরি।
২০১৪ আইপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এবার করলেন হাফ সেঞ্চুরি। সোমবার আমেদাবাদে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা গুজরাটের হয়ে ওপেন করতে নেমে করলেন ৩৯ বলে ৫৪ রান। শিলিগুড়ির পাপালি ১টি ওভার বাউন্ডারি, ৫টি বাউন্ডারি মারলেন।
এদিকে, ১২তম ওভারের সময় ম্য়াচের মাঝে নামে হাল্কা বৃষ্টি। পিচ কভার নিয়ে মাঠে ঢুকছিলেন গ্রাউন্ডসম্য়ানরা। কিন্তু তখনই থামে বৃষ্টি। আরও পড়ুন- শুবমন গিলকে কীভাবে স্ট্যাম্পিং করলেন ধোনি
দেখুন ছবিতে
দেখুন টুইট
ফাইনালে দু দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংস একাদশ-ঋতুরাজ গায়কোয়েড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা।
গুজরাট টাইটান্স একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক, উইকটকিপার), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেবিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ সামি।
চেন্নাই ( ৪ বার চ্যাম্পিয়ন) ২০১০, ২০১১, ২০১৮,২০২১.
গুজরাট (১ বার চ্যাম্পিয়ন) ২০২২