IPL 2023 Final, CSK vs GT: রাত ১২টা ১০ থেকে শুরু হবে ফাইনাল, ১৫ ওভারে ধোনিদের জিততে চাই ১৭০ রান

আমেদাবাদে বৃষ্টি থেমেছে। আম্পয়াররা মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নিলেন, রাত ১২টা ১০ থেকে শুরু হবে খেলা।

আমেদাবাদে বৃষ্টি থেমেছে। আম্পয়াররা মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নিলেন, রাত ১২টা ১০ থেকে শুরু হবে খেলা। ম্যাচ ১৫ ওভারের হবে। মানে চেন্নাই সুপার কিংসকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ ওভারের মধ্যে টার্গেট তুলতে হবে। আইপিএল চ্যাম্পিয়ন হতে হলে মহেন্দ্র সিং ধোনির দলকে করতে হবে ১৫ ওভারে ১৭০ রান। ওভার প্রতি ১১.৩৩ রান চাই ধোনিদের।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটান্স ২১৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে সিএসকে যখন ৩ বলে বিনা উইকেটে ৪ রান তুলেছে তখন নামে তুমুল বৃষ্টি। ঘণ্টা দুয়েক  বৃষ্টি চলে। আরও পড়ুন-Dhoni Lighting Fast Stumping: জাদেজার বলে গিলকে ঝড়ের বেগে স্ট্যাম্প করলেন ধোনি, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

এদিন, ফাইনালে অন্তত চেন্নাইয়ের ইনিংসে পাঁচ ওভার খেলা না হলে ভেস্তে যাবে ম্যাচ। ফাইনাল আজ, রিজার্ভ ডে-তেও ভেস্তে গেল চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। কারণ হার্দিক পান্ডিয়ারা লিগে শীর্ষস্থানে ছিলেন।

সোমবার আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করতে নামা গুজরাট টাইটান্স রেকর্ড রান করল। আইপিএলের ফাইনালের ইতিহাসে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশী রান করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট। পঞ্চমবার আইপিএল জিততে হলে মহেন্দ্র সিং ধোনিদের করতে হবে ২১৫ রান। গুজরাটকে দারুণ জায়গায় দাঁড় করালেন ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন। শুবমন গিলকে নিয়ে চলা উন্মাদনার মাঝে আইপিএল ফাইনালের মঞ্চে মাতিয়ে দিলেন বাংলার ঋদ্ধি, তামিলনাড়ুর সাই সুদর্শন।

৪৭ বলে ৯৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন সাই সুদর্শন। ২১ বছরের তামিলনাড়ুর ব্যাটার সাই মারলেন ৮টি বাউন্ডারি, ৬টি ওভার বাউন্ডারি। তবে ফাইনালে গুজরাটের মজবুত ভিতটা গড়েন বাংলার ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহা ৩৯ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। শেষের দিকে ২১ বলে ২১ রানের ক্য়ামিও ইনিংস খেলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ধোনিদের ফিল্ডিং একেবারেই খারাপ হয়।