IPL Auction: দুদিনের নিলাম শেষে আইপিএলে কোন দল কেমন হল, সবচেয়ে শক্তিশালী কারা

সৌদি আরবের জেড্ডায় চলছে আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction)। আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি দলগুলি নিলাম থেকে ক্রিকেটারদের কিনছে।

IPL Auction (Photo Credit: @BuzzerLk/ X)

সৌদি আরবের জেড্ডায় চলছে আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction)। আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি দলগুলি নিলাম থেকে ক্রিকেটারদের কিনছে। এই নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ (লখনৌ, ২৭ কোটি)। কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৬.৭৫ কোটিতে গিয়েছেন পঞ্জাব কিংসে।

মেগা নিলামের পর আইপিএল ২০২৫-এ বিভিন্ন দলের স্কোয়াড-

কলকাতা (KKR): রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, মায়াঙ্ক মারকান্ডে, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, এনরিক নোকিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, হর্ষিত রানা।

বেঙ্গালুরু (RCB): বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, জোশ হ্যাজেলউড, রাকিশ দার, সুয়েশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার।

দেখুন নিলামে কোন দলে কারা-সরাসরি

চেন্নাই (CSK): ঋতুরাজ গায়কোয়েড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রচিন রবীন্দ্র, আর অশ্বিন, খলিল আহমেদ, নুর আহমেদ, বিজয় শঙ্কর, স্যাম কুরান।

লখনৌ (LSG)- ঋষভ পন্থ, নিকোলাস পুরান, ডেভিড মিলার, আইডেন মার্করাম, আয়ুস বাদোনি, রবি বিষ্ণোই, মহসিন খান, আবেশ খান, আকাশ দীপ, মিচেল মার্শ, আব্দুল সামাদ, আরিয়ান জুয়াল, মায়াঙ্ক যাদব।

মুম্বই (MI): হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, নমন ধীর, রোবিন মিঞ্জ, কর্ণ, শর্মা, ট্রেন্ট বোল্ট, রায়ান রিক্লেটন।

গুজরাট (GT): শুবমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, কাগিসো রাবাদা, জোস বাটলার, মহম্মদ সিরাজ, প্রসধি কৃষ্ণা, নিশিকান্ত সাঁধু, মহিপাল লোমরোর, কুমার কুশাগ্রা, অঞ্জু রাওয়াত, মানব সুথার, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কর্টজে।

দিল্লি (DC)- কেএল রাহুল, হ্যারি ব্রুক, জেক ফ্রেজার ম্যাকগ্রুক, টি নটরাজন, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, মুকেশ কুমার, ফাফ দু প্লেসি, দর্শন মার্কান্ডে, ভিপরাজ নিগম, দুশম্নত চামিরা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল।

হায়দরাবাদ (SRH)-অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি,, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, মহম্মদ সামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষাণ, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, অর্থব তাইদে, অভিনব মনোহর, সমরজিত সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকট, ব্রেইডন কার্সে, কামিন্দু মেন্ডিস, অঙ্কিত ভর্মা।

পঞ্জাব (PBKS)-শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মার্কোস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিং, নেহাল ওয়াধেরা, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ, বিজয় কুমার বৈশাখ, যশ ঠাকুর।