T Natarajan Tests Positive for COVID-19: খেলা শুরুর আগে হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের ধরা পড়ল করোনা, তবু আজ নির্ধারিত সময়েই হবে দিল্লি-সান রাইজার্স ম্যাচ
দুবাইয়ে আজ, বুধবার সান রাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএলের ম্যাচ শুরুর আগে করোনার কালো মেঘ। কোভিড পরীক্ষায় পজেটিভ এল সান রাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের। এই কারণে হায়দ্রাবাদের অলরাউন্ডার বিজয় শঙ্করকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
দুবাই, ২২ সেপ্টেম্বর: দুবাইয়ে আজ, বুধবার সান রাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) বনাম দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে আইপিএলের (IPL 2021) ম্যাচ শুরুর আগে করোনার কালো মেঘ। কোভিড পরীক্ষায় পজেটিভ এল সান রাইজার্স হায়দ্রাবাদের পেসার টি নটরাজনের (T Natarajan)। এই কারণে হায়দ্রাবাদের অলরাউন্ডার বিজয় শঙ্করকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি মেনেই আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আয়োজিত হবে দিল্লি ক্যাপিটালস ও সান রাইজার্স হায়দ্রাবাদ।
নটরাজনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় হায়দ্রাবাদের এক ক্রিকেটার ও পাঁচ সাপোর্ট স্টাফকে আইসলোশনে পাঠানো হয়েছে। নটরাজনের রুমমেট বিজয় শঙ্কর (Vijay Shankar)-কে আইসোলেশনে (Isolation) পাঠানো হয়েছে। দলের ম্যানেজার, ডাক্তার, নেট বোলার, ফিজিওকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। আরও পড়ুন: লক্ষ্মীবারে মুখোমুখি কেকেআর-মুম্বই ইন্ডিয়ন্স, জানুন কোথায় দেখা যাবে খেলা, সম্ভাব্য একাদশ
দেখুন টুইট
আইপিএলে (IPL 2021) ফিরল করোনার (Covid19) কালো মেঘ। চলতি বছর আইপিএল চলাকালীন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের স্রোত ঢুকে পড়েছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগেও। যে কারণে আইপিএল মাঝপথে বন্ধ করতে হয়েছিল। ভারতে বন্ধ হয়ে যাওয়া সেই আইপিএল আয়োজিত হচ্ছে আরব মুলুকে। কিন্তু সেখানেও আইপিএলের সংসারে করোনা হানা।