Serampore: ফেব্রুয়ারিতেই রাজ্যে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ, ভারতের বিরুদ্ধে লড়বে নাইজেরিয়া

শ্রীরামপুরে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৩ সেপ্টেম্বর এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে চলেছে ভারত ও নাইজেরিয়া।

শ্রীরামপুরে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ (International Boxing Championship)। আগামী ২৩ সেপ্টেম্বর এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে চলেছে ভারত ও নাইজেরিয়া। জানা যাচ্ছে, ভারতের তরফ থেকে সুরজিৎ সিং (Surjit Singh) লড়বেন নাইজেরিয়ার পুজিলিস্ট ভিক্টরের (Pugilist Victor) বিরুদ্ধে। এই ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যেই বক্সিংপ্রেমীরা মুখিয়ে রয়েছেন। দীর্ঘ ৫ বছর প্রতিক্ষার পর অবশেষে রিংয়ে ফিরতে চলেছেন বক্সার সুরজিৎ। কোভিডের সময় শেষবার তিনি বড় টুর্নামেন্ট খেলেছিলেন। তারপর থেকে তাঁকে সেভাবে দেখা যায়নি। কিন্তু ভিক্টরের বিরুদ্ধে আবারও রিংয়ে কামব্যাক করতে চলেছেন তিনি।

বিগত কয়েক বছরে ভারতের বর্ণময় ইতিহাস রয়েছে বক্সিং দুনিয়ায়। বিজেন্দর সিং, মেরি কম, লভলিনা বোরগোহাইনের খেলোয়াড়রা। তাঁদের অলিম্পিকের পদকজয় অনেক বক্সারকেই বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছে। এরমধ্যে নিশান্ত দেব এবং নিশান্ত জারিনের মতো খেলোয়াড়রা ভবিষ্যতে অলিম্পিক, কমনওয়েলথের মতো বিশ্বমঞ্চে নজির গড়তে রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। সেই তালিকায় সুরজিতের নাম উঠবে কিনা, সেটা আগামী সময়েই বোঝা যাবে।