Asian Games 2023 Women's Cricket: এশিয়ান গেমসে ক্রিকেটে ঐতিহাসিক সোনা জয় ভারতীয় মহিলা দলের, ফাইনালে আগুন ঝরিয়ে লঙ্কা বধ করে সোনার মেয়ে বাংলার তিতাস
সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে হাংঝৌ এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা-রা।
এশিয়ান ক্রিকেটে দাপট অব্যাহত ভারতের। প্রথমবার এশিয়ান গেমসের ক্রিকেটে খেলতে নেমেই সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে হাংঝৌ এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা-রা। চলতি এশিয়ান গেমসে পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শ্য়ুটিংয়ের পর মহিলাদের টি-২০ ক্রিকেট থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। এদিন ফাইনালে ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার তরুণী-পেসার তিতাস সাধু। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম তিনটি উইকেট নেন চুচূঁড়ার ১৮ বছরের মেয়ে তিতাস।
নির্ধারিত ২০ ওভারে ভারতের ১১৬ রানের জবাবে শ্রীলঙ্কাকে ৯৭ রানে আটকে সোনা জিতল ভারতীয় মহিলা দল। হুগলির চুচূঁড়ার মেয়ে তিতাস শুরুতে শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
দেখুন আইসিসি-র টুইট
এর আগে ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে ভাল ব্যাটিং করেন স্মৃতি মন্ধনা (৪৫ বলে ৪৬) ও জেমাইমা রডরিগেজ (৪২)। দু ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে দলের নেতৃত্বে ফিরে হরমনপ্রীত কৌর (২) রান পাননি। বাংলার রিচা ঘোষ (২), শেফালি ভর্মা (৯)-রাও রান পাননি। সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ভারতের মেয়েরা। মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যাওয়ায় ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে সেমিফাইনালে উঠেছিলেন স্মৃতি মন্ধনারা। আরও পড়ুন-বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে থার্ড আম্পায়ার 'অশুভ'রিচার্ড কেটেলবোরো
অভিনন্দন ভারতীয় মহিলা ক্রিকেট দল
গত দু বার ভারত এশিয়াডে ক্রিকেটে দল পাঠায়নি। এবার পুরুষ, মহিলা উভয় বিভাগেই দল পাঠিয়েছে বিসিসিআই। হরমনপ্রীতরা সোনা জিতে নিজেদের কাজ সেরে ফেললেন, এবার পাল ঋতুরাজ গায়কোয়েড়, রিঙ্কু সিংদের।
এর আগে দু বার এশিয়ান গেমসে মহিলাদের টি টোয়েন্টি-র খেলা হয়েছিল। একবার তাতে সোনা জিতেছিল শ্রীলঙ্কা, আরেকবার বাংলাদেশ। ২০১৪ সালে ইঞ্চিয়নে এশিয়ান গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটের খেলা হয়েছিল। কিন্তু ভারত তাতে দল পাঠায়নি। গতবার মহিলাদের এশিয়ান গেমসে সোনা জিতেছিল শ্রীলঙ্কা, রুপো জেতে আফগানিস্তান, আর ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৮ জার্কাতা এশিয়াডে ক্রিকেট বাদ পড়েছিল। ২০১০ গোয়াংঝৌ প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। মহিলাদের টি-২০-তে এশিয়ান গেমসের প্রথম ক্রিকেট বিভাগে ঐতিহাসিক সোনা জিতেছিল বাংলাদেশ, রুপো জেতে আফগানরা, আর ব্রোঞ্জ পায় পাকিস্তান। সেবারও ভারত অংশ নেয়নি। সেই হিসেবে এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেটে পদক জেতা আজ, রবিবার নিশ্চিত করলেন স্মৃতি মন্ধনা, শেফালি ভর্মা-রা।
২০২২ এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট পদকজয়ীরা
সোনা- ভারত, রুপো- শ্রীলঙ্কা, ব্রোঞ্জ-বাংলাদেশ