Team India Sqaud WC 2023: কাল দুপুর দেড়টায় বিশ্বকাপের দল ঘোষণা, মূল জল্পনা যাকে নিয়ে
দেশের মাটিতে বিশ্বকাপের স্কোয়াডে ভারতের কোন ১৫ জন থাকেন সেটাই দেখার। এমনিতে ১৫ জনের মধ্যে ১৩টি স্থান নেই কোনও জটিলতা নেই।
অবশেষে সব জল্পনার অবসান হতে চলেছে। আগামিকাল, মঙ্গলবার দুপুর দেড়টায় শ্রীলঙ্কার ক্য়ান্ডিতে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দেশের মাটিতে বিশ্বকাপের স্কোয়াডে ভারতের কোন ১৫ জন থাকেন সেটাই দেখার। এমনিতে ১৫ জনের মধ্যে ১৩টি স্থান নেই কোনও জটিলতা নেই। ১৫ জনের টিম ইন্ডিয়ার বিশ্বকাপে পাঁচজন স্পেশালিস্ট ব্য়াটার, চারজন অলরাউন্ডার (দুই পেসার, দুই স্পিনার অলরাউন্ডার), দুই জন উইকেটকিপার, চারজন ওপেনার, এক জন স্পেশালিস্ট স্পিনার থাকছেন, তিনজন স্পেশালিস্ট পেসার থাকছেন। লোকেশ রাহুল ফিট হয়ে ওঠায় তাঁরও স্কোয়াডে থাকা স্বাভাবিক।
এবার একটাই প্রশ্ন, টি-২০ ক্রিকেটে দুনিয়ার সেরা ব্যাটার সূর্যকুমার যাদব না ওয়েস্ট ইন্ডিজে দারুণ অভিষেক হওয়া তিলক ভর্মা কাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেন আগরকর-রা। সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল-কে ব্রাত্য থাকতে হচ্ছে। আরও পড়ুন-নেপালি গান 'কুতু মা কুতু'-তে ফিল্ডিংয়ের মাঝে জমিয়ে নাচছেন কোহলি, দেখুন ভিডিয়ো
গত ওয়ানডে বিশ্বকাপে আম্বাতি রায়াড়ুর জায়গায় বিজয় শঙ্করকে রেখে জোর চমক দিয়েছিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। এবার তেমন কিছু চমক আগরকর দেন কি না সেটাই দেখার।
ভারতের সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ((উইকেটকিপার)), ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
(জায়গা পাবেন না যারা- তিলক ভর্মা, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন।)