FIBA Asia Cup: এবার সাফল্য বাস্কেটবলে, এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত

দেশের তথাকথিত ছোটখেলায় ফের বলার মত সাফল্য। বিশ্ব যুব অ্যাথলেটিক্স, টেবিল টেনিসে সাফল্যের মাঝে ভলিবল কোর্ট থেকে এল খুশির খবর। ভারতীয় পুরুষ ভলিবল দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল।

বাস্কেটবলে খুশির খবর।

নতুন দিল্লি, ২৩ অগাস্ট:  দেশের তথাকথিত ছোটখেলায় ফের বলার মত সাফল্য। বিশ্ব যুব অ্যাথলেটিক্স, টেবিল টেনিসে সাফল্যের মাঝে বাস্কেটবল কোর্ট থেকে এল খুশির খবর। ভারতীয় পুরুষ বাস্কেটবল দল  এশিয়া কাপে ( FIBA Asia Cup) খেলার যোগ্যতা অর্জন করল। সৌদি আরবের জেড্ডায় আয়োজিত এশিয়া কাপ কোয়ালিফিকেশন রাউন্ডে প্যালেস্তাইনকে হারিয়ে মূলপর্বে খেলার যোগ্য পেল টিম ইন্ডিয়া। আগামী বছর ২২ জুলাই থেকে ইন্দোনেশিয়ার জার্কাতায় আয়োজিত হবে এশিয়া কাপ বাস্কেটবল। ১৬টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে।  আরও পড়ুন: রোনাল্ডো কেন রিজার্ভ বেঞ্চে! জল্পনায় বুঁদ ফুটবল বিশ্ব

ভারতের পাশাপাশি সৌদি আরব, বাহারিন, লেবানন, জাপান, ফিলিপিন্স, সিরিয়া, কোরিয়া, চিন, ইরান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জর্ডন, কাজাকাস্তান এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতবার ২০১৭ সালে এশিয়া কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

এশিয়ান বাস্কেটবলে আধিপত্য দেখায় চিন, ইরান, ফিলিপিন্সের মত দেশগুলি। এই বাস্কেটবল এশিয়া  কাপ ১৯৮১ সালে আয়োজিত হয়েছিল কলকাতায়। ১৯৬০ সাল থেকে বাস্কেটবলে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে। ভারত গতবার গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়।