India vs New Zealand, CWC 2023: কিউই ম্যাচ দলে সামি, বিশ্বকাপে অভিষেক সূর্যর, রান তাড়া করে জিততে হবে রোহিতদের
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হার্দিক পাণ্ডিয়ার চোট থাকায় এই ম্যাচে খেলছেন না। পাশাপাশি বাদ পড়লেন শার্দুল ঠাকুর। হার্দিক ও শার্দুলের পরিবর্তে ভারতের প্রথম একাদশে রাখা হল মহম্মদ সামি ও সূর্যকুমার যাদবকে। চলতি বিশ্বকাপে এই প্রথমবার খেলার সুযোগ পেলেন সামি ও সূর্য। সূর্যকুমার যাদবের এদিন ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হতে চলেছে।
ধর্মশালার পিচ ব্যাটারদের পক্ষে সহায়ক। ৩০০ প্লাস রান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ জিল্যান্ডের হয়ে খেলছেন না কেন উইলিয়ামস। টিম সাউদির চোট সারিয়ে দলে ফেরার জল্পনাও সত্যি হল না। দুটি দলই চলতি বিশ্বকাপে তাদের প্রথম চারটি ম্যাচ দারুণভাবে জিতেছে। আইসিসি ট্রফিতে গত কুড়ি বছর টিম ইন্ডিয়ার বেশ শক্ত গাঁট হল নিউ জিল্যান্ড। আইসিসি ট্রফিতে কিউইরা বারবার ভারতকে হারাচ্ছে। এবার রোহিতরা সেই গাঁট ছাড়িয়ে চলতি বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচ জিততে পারেন কি না সেটাই দেখার। এদিন জিতলে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতের।
ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
নিউ জিল্যন্ডের প্রথম একাদশ- ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, ডেরি মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিল্পিস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট