IND W vs AUS W: বন্দর শহরে রেকর্ড রান স্মৃতি-রিচাদের, বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের জিততে চাই ৩৩১ রান

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান করল ভারত। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে এদিন তাদের সর্বোচ্চ রান করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার ভাইজাগে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্য়াট করতে নেমে ভারতীয় মহিলা দল করল ৩৩০ রান।

India Women's Team Scored 330 Runs. (Photo Credits:X)

IND W vs AUS W: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Women's World Cup 2025) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান করল ভারত। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে এদিন তাদের সর্বোচ্চ রান করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women's Cricket team)। রবিবার ভাইজাগে (Vaizag) বিশ্বচ্যাম্পিয়নদের (Australia Women's Cricket team) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্য়াট করতে নেমে ভারতীয় মহিলা দল করল ৩৩০ রান। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে যে রানটাকে উইনিং স্কোর বলা যায়। যদিও মহিলাদের ক্রিকেটে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার ক্ষমতা আছে এই রান তুলে জেতার। প্রথম তিনটি ম্যাচে খারাপ ব্যাটিংয়ের পর এদিন অসাধারণ খেললেন স্মৃতি মন্ধনারা। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল হরমনপ্রীত ব্রিগেড। ৪৮.৪ ওভারে ৩৩০ রানে শেষ হয় হরমনপ্রীতদের ইনিংস।

ওপেনিং জুটিতে স্মৃতি-প্রতিকা করেন ১৫৫ রান

ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধনা ও প্রতিকা রাওয়াল করেন ১৫৫ রান। মবজুত ভিতের ওপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে-তে রেকর্ড রান করলেন হরমনপ্রীতার। ভারতের সেরা ব্যাটার স্মৃতি ৬৬ বলে ৮০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। প্রতিকা ৭৫ রানের দারুণ ইনিংস করেন। এরপর হরমনপ্রীত কৌর (২২), জেমাইমা রডগরিগড (৩৩)-রা সেট হয়ে উইকেট ছুড়ে আসেন। দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ নম্বরে নেমে দারুণ ইনিংস খেলেন রিচা (২২ বলে ৩৩)। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের সামনে ভারতীয় মহিলারা মোট ৭টি ওভার বাউন্ডারি ও ৩৪টি বাউন্ডারি হাঁকান। ভারতের ইনিংস ৪৮.৫ ওভারে শেষ হয়। অজি পেসার আনাবেল সুথারল্যান্ড ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন। এদিনই আবার সুথারল্যান্ডের জন্মদিন ছিল। জন্মদিনে পাঁচ উইকেটের স্মরণীয় স্পেল সুথারল্যান্ড। করলেন  দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সেমিফাইনালে উঠতে হলে আজ অস্ট্রেলিয়াকে হারাতেই হবে হরমনপ্রীতদের।

দুরন্ত ব্যাটিং ভারতীয় মহিলা দলের

এক ক্যালেন্ডার বর্ষে হাজার রান করে নজির স্মৃতি মন্ধনার

এদিনই আবার বড় নজির গড়লেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্য়ালেন্ডার বর্ষে প্রথম ক্রিকেটার হিসাবে এক হাজার রানের মাইলস্টোন গড়লেন স্মৃতি। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৫০০০ রান করার নজিরও এদিন ভাইজাগে গড়লেন স্মৃতি। পাশাপাশি হারলিন দেওলও ওয়ানডেতে নিজের ১০০০ রান পূর্ণ করেছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement