India vs West Indies 1st ODI: হাজারতম ওয়ানডে-তে টসে জিতে প্রথম বল করছে ভারত, অভিষেক দীপক হুডার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা স্পেশাল, কারণ এটি ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচ। তবে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় ঐতিহাসিক এই ম্যাচ দর্শকশূন্য থাকছে।
আমেদাবাদ, ৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামল ভারতীয় দল (Team India)। টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা স্পেশাল, কারণ এটি ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচ। করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় ঐতিহাসিক এই ম্যাচ দর্শকশূন্য থাকছে। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল অলরাউন্ডার-ব্যাটার দীপক হুডার।
প্রথম একাদশে জায়গা হল না দীপক চাহার, কুলদীপ যাদবের। দক্ষিণ আফ্রিকায় শেষ ওয়ানডে-তে অবিশ্বাস্য ব্যাটিং করলেও চাহারকে প্রথম একাদশে রাখা হল না। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে করোনা হওয়ায় ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দর, আজ প্রথম একাদশে ফিরলেন। দলে দুই স্পিনার হিসেবে খেলছেন চাহাল-সুন্দর। সঙ্গে হুডাও স্পিনটা ভালই করেন। পাশাপাশি তিন স্পেশালিস্ট পেসার হিসেবে থাকছেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা। আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়তে পারে, ফলে স্পিনারদের বল গ্রিপের সমস্যা হবে। সেই কথায় মাথায় রেখেই ম্যাচে রান তাড়া করে জেতার পথেই হাঁটলেন রোহিত।
সিরিজ শুরুর আগে করোনা হানার কারণে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলতে পারছেন না। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়েড় করোবনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকায় আজ খেলতে পারছেন না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন ইশান কিষাণ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, ওয়েশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।