IND vs WI 2nd T20: হারের পর কী বললেন রোহিত শর্মা

গতকাল, সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ওয়ানডে সিরিজে ৩-০ জয়ের পর টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতেছিল টিম ইন্ডিয়া।

Rohit Sharma (Photo Credits : Getty Images)

গতকাল, সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ওয়ানডে সিরিজে ৩-০ জয়ের পর টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতেছিল টিম ইন্ডিয়া। গতকাল, মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টিম ইন্ডিয়া হারে ৫ উইকেটে। ভারত ১৩৮ রানে অল আউট হয়ে যাওয়ার পর, সেই রানটা ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে তুলে নেয় ক্যারিবিয়ান দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এখন ১-১।

হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, আমরা মোটেও যথেষ্ট রান করতে পারিনি। আমরা ভাল ব্যাট করতে পারিনি। আমি বারবার বলেছি আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা কিছু করার চেষ্টা করছি, কিন্তু সেটা সব সময় কাজে দেয় না। আমরা আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে সিরিজ জিততে ঝাঁপাবো।"আরও পড়ুন-তিন সোনা ৯টি পদকে কমনওয়েলেথ গেমসে উজ্জ্বল ভারত

ভূবনেশ্বর কুমারকে মাত্র দু ওভার বল করানো নিয়ে রোহিতের বক্তব্য, আর্শদীপ সিং, আবেশ খানেদের আমাদের দেখে নিতে হবে। আমরা সবাই জানি ভূবি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আবেশ, আর্শদীপদের কঠিন পরিস্থিতিতে সুযোগ দিতেই হবে।"প্রসঙ্গত, গতকাল ম্য়াচের প্রথম বলেই আউট হয়েছিলেন রোহিত। সূর্যকুমার যাদব (১১), শ্রেয়স আইয়ার (১০), দীনেশ কার্তিক (৭)-রা রান পাননি। কিছুটা লড়েন হার্দিক পান্ডিয়া ( ৩১), রবীন্দ্র জাদেজা (২৭), ঋষভ পন্থ (২৪)। ক্যারিবিয়াবন পেসার ওবেদ ম্যাককয় ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন।

আজ, মঙ্গলবার সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুটি দলই সিরিজে এগিয়ে যেতে মরিয়া। ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।