India vs UAE, Asia Cup 2025: বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া, কেমন হতে পারে সূর্যকুমারের দলের প্রথম একাদশ

আগামিকাল, বুধবার আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের (Asia Cup T20 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। গতবারের চ্যাম্পিয়ন তথা টি-২০ ফর্ম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবারের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে হট ফেভারিট তকমা নিয়েই নামছে ভারত।

Asia Cup 2025 Captains. (Photo Credits:X)

India vs UAE, Asia Cup 2025:আগামিকাল, বুধবার আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের (Asia Cup T20 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। গতবারের চ্যাম্পিয়ন তথা টি-২০ ফর্ম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবারের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে হট ফেভারিট তকমা নিয়েই নামছে ভারত। বিশেষজ্ঞদের বিশ্লেষণ শুনে মনে হচ্ছে এবারের এশিয়া কাপ হতে চলেছে 'ইন্ডিয়া ভার্সেস হু'-এর লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার ফর্মের ধারেকাছে কেউ নেই। তবে টি-২০ ফর্ম্য়াটে অতীতের পারফরম্যান্স খুব বেশি গুরুত্ব রাখে না। মাত্র কয়েকটা বলেই খেলা, ছন্দ পুরোপুরি ঘুরে যায়। আর সেটা জানেন বলেই সূর্যকুমার যাদবরা সতর্ক। রবিবার দুবাইয়ে মেগা ম্যাচ পাকিস্তানের সঙ্গে দ্বৈরথের কথা এখনই না ভেবে, শুরুটা ভাল করতে চাইছে টিম ইন্ডিয়া। চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার গ্রুপে আছে- পাকিস্তান, সংযুক্ত আরবআমিরশাহি ও ওমান। গ্রুপের বাধা টপকানো নিয়ে কোনও সংশয় নেই সূর্যদের। তবে সবার আগে দলের কম্বিনেশনটা ঠিক করাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। এবার নিয়ে দ্বিতীয়বার ও ৯ বছর বাদে সংযুক্ত আরবআমিরশাহির বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিকে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ২০১৬ এশিয়া কাপে মীরপুরে ইউএই (UAE)-কে ৮১ রানে অল আউট করে সেই ম্যাচ ১০ উইকেটে জিতেছিলেন এমএস ধোনিরা।

গত বছর টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পর, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অবিশ্বাস্য খেলছেন সূর্যকুমাররা। রোহিত- বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত মহাতারকাদের আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের পর তরুণ প্রজন্মের ক্রিকেটাররা দারুণভাবে শূন্যস্থান পূরণ করছেন। বিশ্বকাপ জেতার পর অবসর নেওয়া রোহিতের জায়গায় নেতৃত্বে এসে সূর্যকুমারও নির্বাচকদের আস্থার মর্যাদা রাখছেন।

গত বছর টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়া মোট পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে। তার মধ্য়ে তিনটি বিদেশের ও দুটি দেশের মাটিতে। সূর্যুকমার যাদবের নেতৃত্বে এই পাঁচটি টি-২০ সিরিজে জেতে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে আফ্রিকার মাটিতে ৩-১, শ্রীলঙ্কায় গিয়ে ৩-০, জিম্বাবোয়েতে গিয়ে ৪-১ সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। পাশাপাশি দেশের মাটিতে ইংল্যান্ডকে ৪-১ ও বাংলাদেশকে ৩-০ হারান সূর্যকুমাররা। তার মানে এশিয়া কাপে নামার আগে বিশ্বকাপের পর থেকে ২০টি খেলে ১৭টি জয়, ৩টি-তে হেরেছে আইপিএলের দেশ।

আরব মুলুকে হতে চলা এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কম্বিনেশন হতে চলেছে- দুই স্পেশালিস্ট পেসার, একজন পেসার অলরাউন্ডার, একজন স্পেশালিস্ট স্পিনার, একজন স্পিনার অলরাউন্ডার ও উইকেটকিপার সহ ৬ জন ব্যাটার। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ওপেন করছেন। শুভমন গিল নামতে চলেছেন তিন নম্বরে। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও তিলক ভর্মা। অলরাউন্ডার হিসাবে প্রথম একাদশে থাকছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। স্পেশালিস্ট স্পিনার হিসাবে খেলবেন বরুণ চক্রবর্তী। আবারও রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে কুলদীপ যাদবকে। দুই স্পেশালিস্ট পেসার হিসাবে জশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং খেলবেন। তবে বুমরার চোট পুরোপুরি না সারলে, তাঁর পরিবর্তে কেকেআর-এর পেসার হর্ষিত রানা-কে খেলতে দেখা যাবে। এবার লোয়ার অর্ডারে রিঙ্কু সিং নাকি শিবম দুবে কাকে খেলানো হয় সেই বিষয় নিয়ে ধন্দে টিম ম্যানেজমেন্ট। তবে কোচ গম্ভীর চাইছেন রিঙ্কুর ওপর আস্থা রাখতে। অধিনায়ক সূর্যকুমার আবার বোলিং অপশনের কথা ভেবে শিবম দুবে-কে খেলাতে চাইছেন। টুর্নামেন্টে শুরুর আগে উইকেটকিপার ব্যাটার হিসাবে সঞ্জু স্যামসনের জায়গায় আরসিবি-র তারকা জিতেশ শর্মাকে খেলানোর কথা শোনা যাচ্ছিল। কিন্তু নেটে সঞ্জুর ব্যাটিং দেখে অধিনায়ক সূর্য কেরলের তারকাকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, শুবমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং/শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশ্রপ্রীত বুমরা, আর্শদীপ সিং।

ডাগ আউটে বসবেন: কুলদীপ যাদব, হর্ষিত রানা, শিবম দুবে/রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার)।

টিম ইন্ডিয়ার সূচি

লিগ পর্বে:

১০ সেপ্টেম্বর- ইউএই-র বিরুদ্ধে (দুবাই)

১৪ সেপ্টেম্বর- পাকিস্তানের বিরুদ্ধে (দুবাই)

১৯ সেপ্টেম্বর- ওমানের বিরুদ্ধে (আবুধাবি)

সুপার ফোর পর্বে (টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ):

২১ সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে (দুবাই)

২৪ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা/আফগানিস্তান/বাংলাদেশের বিরুদ্ধে (দুবাই)

২৬ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা/আফগানিস্তান/বাংলাদেশের বিরুদ্ধে (দুবাই)

(গ্রুপ পর্বে ভারত চ্যাম্পিয়ন হলে এমন সূচিই হবে)

ফাইনাল:

২৮ সেপ্টেম্বর: দুবাই।

(সব ম্য়াচ ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে)

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচগুলি

ভারতে এশিয়া কাপ ২০২৫ এর অফিসিয়াল সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)-র বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ডিডি ফ্রি ডিশের মাধ্যমেও দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে এশিয়া কাপ ২০২৫-র ম্যাচগুলি

একই সঙ্গে মোবাইল বা ল্যাপটপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV অ্যাপে। এই অ্যাপ যদি না থাকে তাহলে ডাউনলোড করে ৩৯৯ টাকার প্রিমিয়াম মাসিক প্যাকের রিচার্জ করতে হবে। এছাড়া ৬৯৯ টাকায় শুধু মোবাইলের জন্য বার্ষিক প্যাকের সাবস্ক্রিপশন নিতে পারেন। এর পাশাপাশি ১৪৯৯ টাকার বার্ষিক প্রিমিয়াম প্যাকও নিতে পারেন। ফ্রিতে দেখতে হলে JioFiber বা বেশ কিছু টেলিকম কোম্পানির WiFi রিচার্জ প্ল্যানের সাথে SonyLIV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। ফোনের রিচার্জ প্ল্যানেও এই সুবিধা দেওয়া হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement