IND vs SRI 3rd T20I: রাজকোটে আজ টি-২০ সিরিজের ফয়সালা, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
শনিবার রাজকোটে তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের ফয়সালা হতে চলেছে। মুম্বইয়ে প্রথম ম্যাচে ২ রানে জিতেছিল টিম ইন্ডিয়া, তারপর পুণেতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০০ প্লাস স্কোর করে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। এবার রাজকোটে ফয়সালা টি-২০ সিরিজের।
ভারতের টি-২০ ক্রিকেটে হার্দিক পান্ডিয়া যুগের শুরুটা সিরিজ জিতে হবে কি? টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে পারবে কি টিম ইন্ডিয়া? শনিবার রাজকোটে তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের ফয়সালা হতে চলেছে। মুম্বইয়ে প্রথম ম্যাচে ২ রানে জিতেছিল টিম ইন্ডিয়া, তারপর পুণেতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০০ প্লাস স্কোর করে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। এবার রাজকোটে ফয়সালা হবে টি-২০ সিরিজের।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এই সিরিজে বেশ ভাল খেলছে। অন্যদিকে, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের ছাড়াই তরুণ দল নিয়ে নেমে হার্দিক পান্ডিয়ারা ছন্দে খেলার চেষ্টা করছে। আরও পড়ুন-শেষ দিনে চাই ১৪ উইকেট
টিম ইন্ডিয়াকে চিন্তায় রাখছে দলের বোলিং। আর্শদীপ সিংয়ের নো বল গত ম্য়াচে দলকে ডুবিয়েছে। তবু আর্শদীপের ওপ ভরসা রাখছেন হার্দিক।
ভারতের সম্ভাব্য একাদশ- ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরন মালিক,যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
দেখুন টুইট
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকটকিপার), ভামুকা রাজাপাক্ষে,ছারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ছামিকা করুণারত্নে, মহেশ থাকশানা, কাসুন রাজিথা, দিলশান মদুশঙ্কা
পিচ কেমন হতে পারে
একেবারে ব্যাটারদের স্বর্গরাজ্য হতে চলেছে পিচ। তবে দ্বিতীয় ইনিংসে শিশিরর কারণে বোলারদের বল গ্রিপ করা কঠিন হতে পারে। ২০০+স্কোর তাড়া করেও জেতা যেতে পারে ম্যাচ।
কোথায় কখন থেকে শুরু হবে ম্যাচ
শনিবার, ৭ জানুয়ারি রাজকোটে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোথায় দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, স্টার স্পোর্টস ১, ৩ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-সহ নানা চ্যানেলে দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে খেলা।