IND vs PAK T20 World Cup 2024 ম্যাচ শুরুর মুখে নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি, কভারে ঢাকা পিচের মুড নিয়ে প্রশ্ন

বিশ্বকাপে এই প্রথম মার্কিন মুলুকে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মার্কিনীদের গর্বের শহর নিউ ইয়র্কে হতে চলেছে টি ২০ বিশ্বকাপ ২০২৪-এর হাই প্রোফাইল এই ম্য়াচ। রোহিত শর্মা বনাম বাবর আজম ব্রিগেডের গ্রুপের ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় শুরু হয়েছে।

File Photo

নিউ ইয়র্ক, ৯ জুন: বিশ্বকাপে এই প্রথম মার্কিন মুলুকে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মার্কিনীদের গর্বের শহর নিউ ইয়র্কে হতে চলেছে টি ২০ বিশ্বকাপ ২০২৪-এর হাই প্রোফাইল এই ম্য়াচ। রোহিত শর্মা বনাম বাবর আজম ব্রিগেডের গ্রুপের ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় শুরু হয়েছে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও নিউ ইয়র্কে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। তবে বছরের এই সময়ে নিউ ইয়র্কের বৃষ্টির প্রকৃতি হল সেটা বেশীক্ষণ স্থায়ী হয় না। তা ছাড়া টি টোয়েন্টি ম্যাচে ওভার কমে ৬ ওভারেরও হতে পারে। তাই হাতে এখনও অনেকটা সময় থাকবে। আয়ারল্যান্ডকে হারানোয় পাকিস্তানকে হারালে সুপার এইটের দিকে অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে হারায় ভারতের বিরুদ্ধে এদিন জয় না পেলে কার্যত বিদায় নেবেন বাবর আজমরা।

সবার চিন্তা পিচ নিয়ে। মার্কিন মুলুকে বিশ্বকাপের পিচ এখনও পর্যন্ত পুরোপুরি হতাশ করেছে। এই পিচে বিশ্বকাপের মত টুর্নামেন্ট হতে পারে না বলে বিশেষজ্ঞরা বলছেন। পিচে বল কখনও বিপজ্জনকভাবে লাফাচ্ছে, আবার কও নিচু হয়ে যাচ্ছে। গতকাল দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্য়াচ যে পিচে খেলা হয়েছিল, সেখানে এখন নামবেন রোহতি-বাবর-রা। আরও পড়ুন-ভারত-পাক ম্যাচের আগে বেসবল খেলতে মত্ত্ব সচিন তেন্ডুলকর-রবি শাস্ত্রী

দেখুন ছবিতে

খারাপ পিচের কারণে দক্ষিণ আফ্রিকা কাল ডাচদের কাছে হারের মুখেও দাঁড়িয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত ডেভিড মিলার অনবদ্য ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন। এই পিচে আবার বৃষ্টির কারণে কভারে ঢাকা থাকায় ব্যাটারদের কাছে দু:স্বপ্নের হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে। তবে গত ৮-১০ ঘণ্টা ধরে পিচ নিয়ে আইসিসি-র বিশেষজ্ঞরা সময় দিয়েছেন বলে খবর।